পাবলিক প্লাটফর্মেই পাক অধিনায়ক বাবর আজমকে ‘গরু’ বললেন শোয়েব আখতার!

বাংলা হান্ট ডেস্কঃ করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরই পাকিস্তান দল ইংল্যান্ড সফরে গিয়েছে। ইংল্যান্ডের সঙ্গে প্রথমে টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তান। সেখানে একেবারে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজে পাকিস্তানকে গোহারা হারিয়েছে ইংল্যান্ড। তারপর শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। দ্বিতীয় ম্যাচে জিততে পারেনি পাকিস্তান, হারতে হয়েছে ইংল্যান্ড এর কাছে। আর এই ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার বর্তমান পাক অধিনায়ক বাবর আজমকে গরুর সঙ্গে তুলনা করলেন। তিনি বললেন এই ম্যাচে বাবর আজমকে দেখে মনে হচ্ছিল একজন লক্ষ্যভ্রষ্ট গরু নিজের লক্ষ্য হারিয়ে ফেলেছে।

এইদিন টসে জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিং করার জন্য পাঠায় ইংল্যান্ড অধিনায়ক। প্রথমে ব্যাটিং করে বড় রান করে পাকিস্তান, নির্ধারিত কুড়ি ওভার শেষে 4 উইকেট হারিয়ে 194 রান করে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের হাতে টি-টোয়েন্টি ম্যাচে লড়াই করার জন্য যথেষ্ট রান ছিল। কিন্তু তা সত্ত্বেও হারতে হল পাকিস্তানকে। ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান ও ডেবিট মালানের দুরন্ত ইনিংসের ওপর ভর করে বড় রান চেজ করে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

146180224bdc892a84cf02db039f9c0bdd23c03cd1c7b652bf6435335ce9ad5e8c282b05d

আর এই ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে শোয়েব আক্তার সরাসরি আঙুল তুললেন পাক অধিনায়ক বাবর আজমের দিকে। আখতার বললেন, “বাবর আজমকে এই ম্যাচে দেখে মনে হচ্ছিল একজন লক্ষ্যভ্রষ্ট গরু, মাঠে উপস্থিত ছিলেন কিন্তু সেই মুহূর্তে একজন অধিনায়কের ঠিক কি করা উচিত সেই ব্যাপারে কোন ধারণা ওর মধ্যে ছিল না। আমার মনে হয় ওর এখন থেকেই নিজের সিদ্ধান্তের উপর ভরসা রাখা উচিত। এটা ওকে ভবিষ্যতে একজন ভালো অধিনায়ক হয়ে উঠতে সাহায্য করবে।” মঙ্গলবার রয়েছে এই সিরিজের শেষ ম্যাচ, এখন দেখার শেষ ম্যাচ জিতে কি পাকিস্তান সমতা ফেরাতে পারে? নাকি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর