‘এরকম ছবি আবার দেব’, প্রায় অনাবৃত বক্ষে ছবি পোস্ট করে বললেন মিথিলা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাত্র কিছুদিন আগেই সৃজিত মুখোপাধ‍্যায়ের (srijit mukherjee) সঙ্গে পুনর্মিলন হয়েছে স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলার (rafiath rashid mithila)। স্বামীর হাত ধরে মেয়েকে নিয়ে বাংলাদেশের চৌকাঠ পেরিয়ে এসেছেন ভারতে। আর তারপর থেকেই যেন নয়া অবতারে ধরা দিয়েছেন মিথিলা।

কিছুদিন আগেই সোশ‍্যাল মিডিয়ায় ব্লাউজহীন অবস্থায় ছবি (photo) পোস্ট করে নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন সৃজিত পত্নী। প্রায় অনাবৃত বক্ষে ছবি তুলো পোস্ট করায় নেটজনতার একাংশ তুমুল সমালোচনা করে মিথিলার। অবশ‍্য তাতে কর্ণপাত করার পাত্রী নন তিনি।


পালটা তীব্র কটাক্ষ করে যাবতীয় ট্রোল, সমালোচনার উপর একেবারে দাঁড়ি টেনে দিয়েছেন অভিনেত্রী। ট্রোলের বিরুদ্ধে তিনি জানিয়েছেন, এখন তো ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন, তাই এমন ছবি প্রায়ই দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন মিথিলা।

https://www.instagram.com/p/CEPbqPgBIQA/?igshid=745bleehhxji

নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে একটি সাদা কালো ছবি পোস্ট করেন মিথিলা। শাড়ি পরে, বিনা ব্লাউজে, খোলা চুলে ক‍্যামেরাবন্দি হন অভিনেত্রী। সঙ্গে জীবনানন্দ দাশের কবিতার পঙক্তির তুলে ধরেছেন মিথিলা। অসাধারন মোহময়ী দেখাচ্ছে মিথিলাকে।

https://www.instagram.com/p/CEXfb22hLSQ/?igshid=891fx06etlga

কিন্তু এই ছবির জন‍্যই নেটিজেনের একাংশ রীতিমতো তেড়েফুঁড়ে উঠেছেন মিথিলার বিরুদ্ধে। শুধুমাত্র তীব্র গালিগালাজ ও ধর্মের সুড়সুড়ি দিয়ে কটাক্ষই নয়, অশ্লীল কমেন্টও পড়েছে অভিনেত্রীর এই ছবিতে। এমনকি একজন মন্তব‍্য করেছেন, ভারতে এসে কি নিজের সংস্কৃতি একেবারেই ভুলে গিয়েছেন মিথিলা? সেখানেই আবার আরেকজন লিখেছেন, শুধু একবার বলুন আপনি ইসলাম ধর্ম ত‍্যাগ করেছেন।

https://www.instagram.com/p/CEhXBJuBUKx/?igshid=1li9co53bz92u

অবশ‍্য এসব তীর্যক মন্তব‍্য, সমালোচনার কোনওদিনই ধার ধারেননি মিথিলা বা সৃজিত কেউই। বরং আরও নতুন কয়েকটি ছবি শেয়ার করেন মিথিলা। সেখানেও আলো আঁধারিতে আবেদনময়ী ভঙ্গিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। এখন কলকাতায় শ্বশুড়বাড়িতেই রয়েছেন তিনি। বাড়িতে বসেই কাজ শুরু করার পরিকল্পনা করছেন মিথিলা।

X