ঘুমিয়েই লাখপতি! প্রতিদিন ৯ ঘন্টা ঘুমোলেই এক লাখটাকা দেবে বেঙ্গালুরুর কোম্পানি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আপনি কি ঘুমোতে ভালবাসেন? সকাল বেলা ঘুম থেকে উঠে অফিস যেতে মন চায় না? ভাবেন যদি ঘুমানোর জন্য কেউ টাকা দিত তাহলে সেই চাকরিটাই নিতেন। তবে আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে৷ শুধু ঘুমানোর জন্যই আপনাকে ১ লাখ টাকা দেবে বেঙ্গালুরুর এক কোম্পানি।

বেঙ্গালুরুর গদি নির্মাতা সংস্থা ‘Dreamy’ এর এই উদ্যোগ এই প্রথম নয়। এর আগেও একই সুযোগ নিয়ে এসেছিল ‘ড্রিমি’। ২০১৯ এও প্রতিদিন দিনের একটি নির্দিষ্ট সময় ঘুমালেই মিলেছিল টাকা। সেবার সারা দেশ থেকে ১.৭ লাখ আবেদন জমা পড়েছিল। যার মধ্য থেকে মাত্র ২৩ জনকে বেছে নিয়েছিল এই সংস্থা।


সংস্থা জানিয়েছে এই ইন্টার্নশিপ শুনতে সোজা হলেও অতটা সহজও নয়। আপনাকে প্রমাণ করতে হবে ঘুমই আপনার প্রধান প্রায়োরিটি এবং আপনি ঘুমাতে ভালোবাসেন।

 

সংস্থা জানিয়েছে তারা ঘুমের প্রতি দৃষ্টি ভঙ্গি বদলাতে এই অভিনব সুযোগ নিয়ে এসেছে। ঘুম একই সাথে স্বাস্থ্যকর ও উৎপাদনশীল হতে পারে।

সংস্থার সরবরাহ করা বিশেষ গদিগুলিতে প্রতিদিন ৯ ঘন্টা করে ঘুমাবে, তারা তাদের প্রত্যেকের ঘুমের ধরণ ১০০ দিনের জন্য ট্র্যাক করবে। যারা পুরোপুরি এই ইন্টার্নশিপ সম্পন্ন করতে সক্ষম হবে তাদের সম্পূর্ণ অর্থ অর্থাৎ ১ লাখ টাকা দেওয়া হবে।

আপনিিওওআপনিও যদি ঘুমানোকে নিজের প্রথম পছন্দ হিসাবে মনে করেন। একই সাথে দিনের অনেকটা সময় ঘুমিয়ে কাটাতে ভালো বাসেন তবে দেরি না করে এক্ষুনি আবেদন করুন ‘Dreamy’ এর ওয়েবসাইটে

X