বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : নেটপাড়া জুড়ে প্রায় প্রতিদিনই কোনো না কোনো হাতির ভিডিও ভাইরাল (viral video) হয়। হাতির ছানাদের করা বিভিন্ন দুষ্টুমি দেখতে খুবই পছন্দ করে নেটজনতা। এবার আরো এক হাতির ছানার দুষ্টুমির ভিডিও হল ভাইরাল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক জায়গায় রাখা রয়েছে বালি। মায়ের চোখ এড়িয় সেই বালির মাথায় উঠে পড়ে ছানাটি। অবশ্য কিছুক্ষণের মধ্যেই নেমে পড়তে বাধ্য হয়। তারপর ঐ বালির স্তূপেই চলে হুটোপুটি।
ভারতের বন আধিকারিক সুশান্ত নন্দা এই ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, হাতি ছানাটির মুখে যে সন্তোষ ফুটে উঠেছে তা মাউন্ট এভারেস্টে ওঠার মতই। অন্যান্য হাতির ছানার ভিডিও এর মতই এই ভিডিওটিও ভাইরাল হতে সময় লাগে নি। নেটজনতা সকলেরই মনে ধরেছে এই মিষ্টি ভিডিওটি
https://twitter.com/susantananda3/status/1301811359621894145?s=19
কিছুদিন আগেই হাতির ছানার জলকেলির ভিডিও ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়াতে। নামকরণ অনুষ্ঠানের পরই খুদে শিবানি মেতেছে জলকেলিতে। গত ১ জুলাই জন্ম নিয়েছে শিবানি। ধর্মশালার মঞ্জুনাথ স্বামী মন্দিরে ছিল তার নামকরণ অনুষ্ঠান। অনুষ্ঠান সাঙ্গ হতেই শিশুদের ছোট্ট প্লাস্টিকের পুলে জল নিয়ে খেলতে থাকে হাতিটি। শুড় দিয়ে জল ছিটিয়ে দেয়। সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হওয়া ভিডিও ইতিমধ্যেই প্রায় ১.৪ মিলিয়ন নেট জনতা দেখে ফেলেছে । লাইক পড়েছে প্রায় ১২ হাজার।
#WATCH: Elephant calf Shivani plays with water after its naming ceremony at Sri Manjunatha Swamy Temple, Dharmasthala in Dakshina Kannada
Temple authorities say the elephant calf, born on 1st July 2020, is healthy & loves to play in water. (Source: Temple authorities) #Karnataka pic.twitter.com/WQfR4OUZxX
— ANI (@ANI) August 31, 2020
সম্প্রতি কেনিয়ার শেলড্রিক ওয়াইল্ড লাইফ ট্রাস্ট ট্যুইটারে শেয়ার করেছে এই একরত্তি হাতির মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো। কেনিয়ার এই সংস্থাট অনাথ হস্তি শাবকদের দেখভাল করে থাকে। ভিডিয়োতে দেখা যায়, এক সদ্যোজাত হস্তিশাবক টলমল পায়ে ঘুরে বেড়াচ্ছে মায়ের পিছু পিছু।
জানা যাচ্ছে, এই শিশু হাতিটির নাম রাখা হয়েছে লাপা। ভিডিওটি যখন ধারণ করা হয়েছিল তখন তার একদিনও বয়স সম্পূর্ণ হয় নি। ইথুম্বায় জন্ম নেওয়া সে ৩৭ তম শিশু। মা লিনানার কাছাকাছি সব সময়ই তাকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে পুরো ভিডিও জুড়ে।
https://twitter.com/SheldrickTrust/status/1297838682997694465?s=19