মাতৃভূমির টানে কোটি টাকার চাকরি ছেড়ে আমেরিকা থেকে ভারতে ফিরলেন ইঞ্জিনিয়ার, শুরু করলেন কৃষিকাজ

বাংলা হান্ট ডেস্কঃ গ্রাম থেকে শহর অথবা বিদেশে গিয়ে সফলতা হাসিল করা অনেক কাহিনীই শুনেছেন আপনি। কিন্তু আজকে আমরা আপনাদের সামনে এমন একটি প্রতিবেদন তুলে ধরছি, যেটি একটু ভিন্ন স্বাদের। মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) বাৎসরিক ১ লক্ষ ডলারের চাকরী ছেড়ে ভারতে (India) এসে বড় সফলতা অর্জন করল এক ব্যাক্তি। এই কামাল কর্ণাটকের (Karnataka) কালবুর্গির বাসিন্দা সতিশ কুমার (Satish Kumar) করে দেখিয়েছেন। উনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সতিশ কুমার আমেরিকা থেকে মোটা টাকার মাইনে ছেড়ে ভারতে এসে জৈব চাষ (Organic Farming) শুরু করেন। আসুন জেনে নিই ওনার বিষয়ে কিছু তথ্য …

farming 2

সতিশ কুমার কম্পুটার সাইন্সে বিটেক করেছেন। এরপর কয়েকবছর চাকরী করার পর তিনি আমেরিকার লস অ্যাঞ্জেলসে মোটা টাকার চাকরী পান। সেখানে তিনি কয়েকবছর কাজও করেন। কিন্তু ওনার সেখানে মন লাগত না। ওনার মন সবসময় ভারতেই পড়ে থাকত। এরপর তিনি সেখান থেকে কাজ ছেড়ে ভারতে চলে আসেন।

সতিশ কুমার বলেন, আমি আমেরিকায় যেই চাকরী করতাম, সেখানে আমার মন লাগত না। আর সেই কারণে আমি আমার জীবনেও ঠিকঠাক নজর দিতে পারতাম না। এরজন্য আমি দুই বছর আগে নিজের গ্রামে ফেরত চলে আসি। এখন আমি কৃষিকাজ করছি। আর এই কাজে আমার বেশ মনও লাগে। আর আমি নিরলস পরিশ্রমও করছি। সতিশ বলেন, গত মাসে আমি দুই একর জমিতে জৈব চাষ করি আর ২.৫ লক্ষ টাকার ফসল বিক্রি করি। এই কাজ করে আমার মন যেমন খুব খুশি, তেমনই ভালো উপার্জনও হচ্ছে। এখন আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে।

farming

উনি বলেন, আমি আমেরিকার সাথে সাথে মুম্বাইতেও কয়েকমাস চাকরী করেছি। আমেরিকায় আমি বছরে ১ লক্ষ ডলার মাইনে পেতাম। কিন্তু এত টাকা মাইনে পাওয়ার পরেও আমি খুশি ছিলাম না। আমি আমার দেশ, আমার গ্রামে ফিরে আসতেই অনেক খুশি হই।

সতিশ কালবুর্গি থেকে ৩০-৩৫ কিমি দূরে অবস্থিত একটি গ্রামে কৃষিকাজ শুরু করেছে। সেখানে তিনি চাষের জমিকে ৩৫ টি ভাগে বিভক্ত করে আলাদা আলদা রকমের সবজির চাষ করছেন। এক একর জমিতে ধান, গম চাষ করে বছরে ৫০ থেকে ৬০ হাজার টাকা উপার্জন করছেন তিনি। আর বাকি এক একরে বিভিন্ন সবজির চাষ করে মোটা টাকা আসছে হাতে।

Koushik Dutta

সম্পর্কিত খবর