স্বাক্ষরতার নিরিখে শীর্ষে কেরাল, দেখে নিন পশ্চিমবাংলার স্থান

Bangla Hunt Desk: শিক্ষাই দেশের উন্নতির অপর দিশা। এই কথাটা আরও একবার প্রমাণ করে দিল কেরালা (Kerala)। কোন দেশ বা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার উন্নতি ঘটানো সবার আগে প্রয়োজন। মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছালে, তবেই সেই দেশ বা রাজ্য সবদিক থেকে উন্নতির শিখরে পৌঁছাতে পারে। ২০১৭-১৮ সালে ৭৫ তম শিক্ষা সংক্রান্ত ন্যাশনাল স্যাম্পল সার্ভেতেও দেখা গিয়েছিল কেরালার এই শিক্ষার রেকর্ড।

কেরালার শিক্ষার হার
মঙ্গলবার NSO, আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে এক শিক্ষা সংক্রান্ত এক সমীক্ষা পেশ করেছে। সেখানে দেখা গিয়েছে, তালিকার শীর্ষে রয়েছে কেরালা, স্বাক্ষরতার হার ৯৬.২ শতাংশ। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) রাজ্যে ছেলেদের পাশাপাশি মেয়েদের শিক্ষার হারও অনেক বেশি। কেরালার ৯৭.৪ শতাংশ পুরুষ স্বাক্ষর এবং মহিলাদের স্বাক্ষরতার হার ৯৫.২ শতাংশ। ছেলেরদের পাশাপাশি মেয়েরাও সমান ভাবে শিক্ষার সুযোগ পাচ্ছে।

image 144

অন্যান্য রাজ্যের স্থান
এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লী। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের রাজ্যে স্বাক্ষরতার হার ৮৮.৭ শতাংশ। এই তালিকায় বাংলা অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর রাজ্য পশ্চিমবাংলা, স্বাক্ষরতার দিক থেকে কেরালার থেকে প্রায় ১৬ শতাংশ পিছিয়ে রয়েছে। ৮০.৫ শতাংশ শিক্ষার হারে পশ্চিমবাংলার স্থান ১০ নম্বরে রয়েছে। তবে এই তালিকায় ৬৬.৪ শতাংশ শিক্ষার হারে সবথেকে শেষে রয়েছে জগনমোহন রেড্ডির রাজ্য অন্ধ্রপ্রদেশ।

বাড়ছে মেয়েদের শিক্ষার হারও
শিক্ষার ক্ষেত্রে যাতে মেয়েদেরও সমান অধিকার থাকে, অর্থাৎ মেয়েরাও যাতে শিক্ষার আলো দেখতে পারে, সেই কারণে প্রধানমন্ত্রীর দেওয়া ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ শ্লোগান দারুণ সাফল্য পেয়েছে। সমীক্ষার হিসাবে, পুরুষদের স্বাক্ষরতার হার ৮৪.৭ শতাংশ এবং মহিলাদের স্বাক্ষরতার হার ৭০.৩ শতাংশ।

student school

পিছিয়ে রয়েছে রাজস্থান
বিভিন্ন রাজ্যে নারী স্বাক্ষরতার হার বৃদ্ধি পেলেও, এক্ষেত্রে রাজস্থান এখনও বিশ বাও জলে। সেখানে মহিলাদের আজও সামাজিক ভাবে পিছিয়ে রাখা হয়, তাঁর বহু প্রমাণও মিলেছে। রাজস্থানে আজকের দিনে দাঁড়িয়েও প্রায় ৪৩ শতাংশ মহিলার মধ্যে শিক্ষার আলোই পৌঁছায়নি।


Smita Hari

সম্পর্কিত খবর