রাশিয়ার পর আমেরিকা! অক্টোবরেই মিলতে পারে টীকা, ইঙ্গিত ট্রাম্পের

বাংলাহান্ট ডেস্কঃ রাশিয়ার (russia) পর আমেরিকাও (america) ঘোষনা করতে পারে করোনা টীকার (corona vaccine) সফল আবিস্কারের। আগামী অক্টোবরেই সম্ভবত এই ঘোষনা করতে চলেছেন ট্রাম্প, এমনটাই ইঙ্গিত দিলেন মার্কিন রাষ্ট্রপতি। যদিও বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে সে দেশে। অনেকেই মনে করছেন ভোটকে সামনে রেখে দেশবাসীর মন জয় করতে চাইছেন ট্রাম্প।

corona virus Vaccine e1588172320421

সরকার টীকার ক্ষেত্রে তাড়াহুড়ো করছে এমনটা অভিযোগ করেছেন মার্কিন রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বাইডেন। বিষয়টিতে সরকারের স্বচ্ছতার দাবিও তোলেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, টীকা তৈরিতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারত, কিন্তু পরিবর্তে খুব অল্প সময়েই তৈরি করে ফেলেছেন দেশের বিজ্ঞানীরা।

অন্যদিকে, বড় খবর দিয়েছে রাশিয়াও । রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ইতিমধ্যেই শেষ হয়েছে করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ। শীঘ্রই তা দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে৷ রাশিয়া আশা করছে কয়েক মাসের মধ্যেই মস্কোর জনগনের একটা বড় অংশকে কোভিডের প্রথম ভ্যাকসিন স্পুটনিক ৫ টীকা করন সম্পূর্ণ হবে। একই সাথের তাদের দাবি চূড়ান্ত ট্রায়ালেও এই টীকা নিরাপদ হিসাবেই ছাড়পত্র পেয়েছে।

গত ১১ আগস্ট বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনকে আনুষ্ঠানিক ভাবে ছাড়পত্র দিয়েছিল রাশিয়া । আর তার প্রথম টীকাটি গ্রহণ করেছিল স্বয়ং প্রেসিডেন্ট ভ্লাদিমি। একই সাথে বেশ কয়েকটি টীকার ট্রায়াল শুরু হলেও রাশিয়ার তৈরি টীকাকে সবার আগে ছাড়পত্র দিয়েছে সে দেশের স্বাস্থ্যমন্ত্রক। এই টীকার কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখনই জানা গিয়েছিল, কয়েকদিনের মধ্যেই এই ভ্যাকসিনের গন উৎপাদন শুরু করবে সে দেশের সরকার।

পুতিন জানিয়েছিলেন, এই ভ্যাকসিনটি করোনার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে মানব শরীরে৷ তার দুই মেয়ের মধ্যে একজন এই টীকা নিয়েছে এবং সে সুস্থ আছে। রুশ সরকারের তরফে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে এমন পেশার মানুষদের এই টীকা দেওয়া হবে। টীকা দেওয়ার পর স্বাভাবিক সাইড এফেক্ট হিসাবে হাল্কা জ্বর আসতে পারে তবে প্যারাসিটামল ওষুধেই তা সেরে যাবে।

প্রসঙ্গত, ভারতের করোনা ভ্যাকসিনটিও চূড়ান্ত ট্রায়ালে রয়েছে। কয়েকদিনের মধ্যেই ছাড়পত্র পেয়ে যেতে পারে সেটি। জানা যাচ্ছে, অন্যান্য টীকার মত এটিও ভারতের জনগন পাবেন বিনামূল্যে

 

 

সম্পর্কিত খবর