বাংলা হান্ট ডেস্কঃ আইপিএল যত এগিয়ে আসছে ততই যেন ফ্র্যাঞ্চাইজি গুলির কপালের ভাঁজ পড়ছে। একের পর এক ফ্র্যাঞ্চাইজি গুলির ক্রিকেটারদের নিয়ে তৈরি হচ্ছে সমস্যা। কয়েকদিন আগেই চেন্নাই সুপার কিংস এর দুই ক্রিকেটার সহ মোট 13 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও চেন্নাই সুপার কিংসের দুই অন্যতম প্রধান ক্রিকেটার হরভজন সিং ও সুরেশ রায়না ব্যক্তিগত কারণ দেখিয়ে এবারের আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। তার কয়েকদিন পরেই দিল্লি ক্যাপিটালসে হানা দিয়েছে করোনা। এবার চিন্তার ভাঁজ কলকাতা নাইট রাইডার্স শিবিরে।
এই মুহূর্তে নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড ক্রিকেট দল। ইতিমধ্যে সিরিজের পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে গুরুতর চোট পান ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। অনেকেই দাবি করছেন মর্গ্যানের আঙ্গুল ভেঙে গিয়েছে, যদিও চোট নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে তবুও এই খবর চিন্তায় রাখছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টকে। কারণ এই বছর মর্গ্যানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
অজি ব্যাটসম্যান মার্কাস স্টইনিসের মারা একটি বল বাঁচাতে গিয়ে আঙুলে গুরুতর চোট পান তিনি। সঙ্গে সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যান, কিছুক্ষণ ফিজিওর সঙ্গে আঙুল নিয়ে পরামর্শ করার পর ফের মাঠে ফিরে আসেন মর্গ্যান। মর্গ্যানের এই সাহসী পদক্ষেপ মন কেড়ে নিয়েছে অনেকের। তবে মর্গ্যানের চোট ঠিক কতটা গুরুতর সেই ব্যাপারে কিছুই জানানো হয়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে। যদি সত্যিই মর্গ্যানের আঙ্গুল ভেঙ্গে গিয়ে থাকে তাহলে খুবই বিপদে পড়ে যাবে কেকেআর। কারণ এবার কলকাতা নাইট রাইডার্স দলের ব্যাটিংয়ে অন্যতম প্রধান ভরসা ইয়ন মর্গ্যান।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…