শিবসেনার বিরুদ্ধে কথা, আগামীকাল ভেঙে ফেলা হতে পারে কঙ্গনার অফিস, নোটিশ ঝোলালো BMC

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক সমস‍্যার মুখে পড়ছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। সোমবার বৃহন্মুম্বই পুরসভার (bmc) বিরুদ্ধে তোপ দাগতেই মঙ্গলবার অভিনেত্রীর অফিসে কাজ বন্ধ করার নোটিশ টাঙালো বিএমসি। অফিস নির্মাণে বেআইনি ভাবে কাঠামো তৈরির অভিযোগ আনা হয়েছে বিএমসির তরফে।

গতকাল সোমবার একটি টুইট করে কঙ্গনা জানান, অবৈধ ভাবে তৈরির অভিযোগ এনে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে তাঁর অফিস। বিনা নোটিশেই এই কাজ করা হচ্ছে বলে জানান তিনি। রাত পোহাতেই কঙ্গনার অফিসে কাজ বন্ধ করার নোটিশ ঝোলালো বিএমসি। মিউনিসিপ‍্যাল কর্পোরেশন আইনের আওতায় ৩৫৪/এ সেকশনে একটি তিন পাতার নোটিশ ঝোলানো হয় কঙ্গনার অফিসে।

PicsArt 09 08 08.35.05
২৪ ঘন্টার মধ‍্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নতুবা বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। একটি টুইটে কঙ্গনা লেখেন, ‘আমার বন্ধুদের সমালোচনার জন‍্য বিএমসি আজ কোনো বুলডোজার নিয়ে আসেনি বরং তারা একটি নোটিশ ঝুলিয়ে দিয়ে গিয়েছে আমার অফিসে লিকেজের কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে। আমি অনেক ঝুঁকি নিয়েছি কিন্তু আপনাদের থেকে অনেক ভালবাসা ও সমর্থন পেয়েছি।’

https://twitter.com/KanganaTeam/status/1303205093257273346?s=19

সোমবার একটি ভিডিও টুইট করে কঙ্গনা লেখেন, ‘এটা মণিকর্ণিকা ফিল্মের অফিস। ১৫ বছর ধরে পরিশ্রম করে এই অফিস তৈরি করেছি আমি। আমি চেয়েছিলাম কোনোদিন ছবির পরিচালক হতে পারলে যেন নিজের অফিস থাকে। কিন্তু সেই স্বপ্ন এখন ভেঙে যাওয়ার পথে। কারন হঠাতই বিএমসির কয়েকজন অফিসার আমার অফিসে হামলা করেছেন।’

https://twitter.com/KanganaTeam/status/1302900505933307905?s=19

প্রসঙ্গত, মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করায় কঙ্গনার উপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছে শিবসেনা দল। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের মতে অভিনেত্রী মুম্বই তথা শিবাজি মহারাজের অপমান করেছেন। তাঁকে ক্ষমা চাইতে হবে। এমনকি ক‍্যামেরার সামনেই প্রকাশ‍্যে কঙ্গনাকে ‘হারামখোর’ বলেও গালিগালাজ করেন তিনি।

এখানেই থেমে থাকেনি গোটা বিষয়টা। শিবসেনার তরফে বলা হয় কঙ্গনা যদি মুম্বই ফেরেন তাহলে মেরে তাঁর মুখ ভেঙে দেওয়া হবে। মুম্বইয়ের রাস্তায় পোড়ানো হয় অভিনেত্রীর কুশপুতুলও। এতে অবশ‍্য দমেননি ‘পাঙ্গা’ অভিনেত্রী। পাল্টা তোপ দেগে তিনি বলেছেন ৯ সেপ্টেম্বরেই মুম্বই ফিরবেন তিনি। যার যা করার করে নিক।


Niranjana Nag

সম্পর্কিত খবর