শেষ ম্যাচ জিতেও টি-২০ সিরিজ হাতছাড়া অস্ট্রেলিয়ার

বাংলা হান্ট ডেস্কঃ করোনা অবহের পর ইংল্যান্ড সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর ইংল্যান্ড সফরে গিয়ে প্রথমে টি-টোয়েন্টি সিরিজ হয় দুই দলের মধ্যে। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। গতকাল ছিল এই টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ।

এইদিন টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিং করতে পাঠায় অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাটিং করতে নেমে শুরুতেই একের পর এক ধাক্কায় ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ইংল্যান্ডের ওপেনার টম ব্যান্টন 6 বলে মাত্র দু’রান করে আউট হয়ে ফিরে যান প্যাবিলিয়নে। নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 145 রান তোলে ইংল্যান্ড। এইদিন আঙুলে চোটের কারণে খেলেননি ইংল্যান্ডের অধিনায়ক অ্যারন মর্গ্যান এবং জোস বাটলার।

218600974a1b7df6372141c055b2017d416eeb59392fc8b322750f3e3c621c9a599522e9

জবাবে ব্যাট করতে নেমে মাত্র পাঁচ উইকেট হারিয়েই জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দুই ওপেনার ম্যাথু হেড এবং অ্যারন ফিঞ্চ দুর্দান্ত শুরু করেন। প্রথম দুটি ম্যাচে হেরেই সিরিজ হাতছাড়া হয়ে অজিদের তবে সম্মান বাঁচানোর ম্যাচ জিতে হোয়াইটওয়াশের হাত থেকে বাঁচল অস্ট্রেলিয়া। এইদিন মাচ এর সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর