বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের (All India Trinamool Congress) খুন হওয়া বিজেপির কর্মী রবীন পালের বাড়িতে গেলেন বিজেপির সাংসদ তথা রাজ্যের যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ (Saumitra Khan)। সেখানে গিয়ে তিনি অভিযোগ করে বলেন যে, এই ঘটনার পিছনে শাসক দল তৃণমূলের হাত আছে। প্রসঙ্গত, দিন কয়েক আগে ১০০ দিনের কাজে গাছ কাটাকে কেন্দ্র করে বচসা শুরু হয়। পূর্ব বর্ধমানের কালনার পিন্ডিরায় ১০০ দিনের কাজের গাছ কাটার কাজ চলছিল। আর সেই গাছ কাটতে কাটতে রবীন পালের বাড়ির সীমানায় থাকা গাছ কাটাও শুরু করে দেয়। রবীন পাল বাধা দিলে সেখানেই ওনাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় রবীন পালকে কালনা মহাকুমা হাসপাতালে ভর্তি করানো হলে, ওনাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
তৃণমূলের রক্তপিপাসু রাজনীতির শিকার পূর্ব বর্ধমান (সাং) জেলার কালনায় বিজেপি কর্মী শ্রী রবিন পালের বাড়িতে গিয়ে ছিলাম। ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ। রবিন পাল যেখানে থাকো ভালো থেকো @BJP4Bengal @BJYMinWB pic.twitter.com/N5hzO3fUtL
— Saumitra khan (@KhanSaumitra) September 8, 2020
এরপর রবীন পালের ভাই দানু পাল কালনা থানায় তৃণমূলের নেতা তথা স্থানীয় পঞ্চায়েতের উপ প্রধান সুকুমার বাগ সহ ১৪ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তিনি জানান, এরা সবাই রবীন পালকে পিটিয়ে হত্যা করেছে। রবীন পালের ভাই, তৃণমূল নেতা সহ সমস্ত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। মৃত বিজেপি কর্মী রবীন পালের নাবালিকা মেয়ে বলে, বাবা আমাকে বলেছিল জল আর মোবাইল আনতে। বাবা পুলিশে ফোন করবে বলেছিল। তখন ওঁরা আমাকে হুমকি দিয়ে বলে, মোবাইল আনলে বাড়ির সবাইকে মেরে ফেলা হবে।”
মৃত রবীন পালের বাড়িতে গিয়ে বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানোর দাবি জানান। এবং তিনি দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ারও দাবি জানান। এর সাথে সাথে তিনি এও বলেন যে, মৃত বিজেপি কর্মী রবীন পালের দুই মেয়ের পড়াশোনার দায়িত্ব বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে নেওয়া হবে। তিনি জানান, রবীন পালের দুই মেয়ের মধ্যে বড় মেয়ে মাধ্যমিক পড়ছে আর ছোট মেয়ে ষষ্ঠ শ্রেণীতে, এদের দুজনের দায়িত্ব দল থেকে বহন করা হবে। যতদিন তাঁরা পড়াশোনা করবে, তাঁদের দায়িত্ব যুব মোর্চার কাঁধে থাকবে।