নববধূর মতো করে এয়ারফোর্সে যোগ দিচ্ছে রাফাল, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী মোদী

Bangla Hunt Desk: কিছুদিন আগেই ভারতের (India) মাটি স্পর্শ করেছে শক্তিশালী যুদ্ধ বিমান রাফাল (Dassault Rafale)। প্রতিবেশি শত্রু দেশ থেকে নিজের দেশের সুরক্ষার্থে বন্ধু দেশ ফ্রান্স থেকে সম্প্রতি ভারতের এসেছে বর্তমান দিনের প্রভূত শক্তিধর যুদ্ধ বিমান রাফাল। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হতে চলেছে রাফাল যুদ্ধ বিমান।

কারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন?
আম্বালা বিমানবন্দরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও ফরাসী প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পারলি, প্রতিরক্ষা চিফ জেনারেল বিপিন রাওয়াত, বিমান বাহিনী প্রধান আরকেএস ভাদৌরিয়া, এবং প্রতিরক্ষা সম্পাদক অজয় ​​কুমারও উপস্থিত থাকবেন। তবে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।

ct4ee2ajr8f1hb8i 1570554621

কিভাবে স্বাগত জানানো হবে রাফালকে?
বিয়ের পর নববধূকে যেভাবে নতুন বাড়িতে, নতুন সংসারে স্বাগত জানানো হয়, রাফালের ভারতীয় বিমান বাহিনীতে যোগদান অনুষ্ঠানও কিছুটা সেইরকম হতে চলেছে। বিমানবন্দরটি পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ঘাঁটিতে রাস্তার ধারে জাতীয় পতাকা লাগানো হয়েছে।

যুদ্ধ বিমান রাফালকে এয়ারফোর্সের আম্বালা বেসে স্বাগত জানানোর কাজ পুরোদমে চলছে। সকল বিমান বাহিনীর কর্মীরা তাঁদের সেরা ইউনিফর্ম পড়ে প্রস্তুত হয়েছে। সম্পূর্ণ অনুষ্ঠানটি কোন বিয়ের অনুষ্ঠানের আয়োজন থেকে কম কিছু নয়। এমনকি যারা বিমানের বহরে থাকবে, তাঁদের পুরো কনের সাজে সাজতে হবে।

rafael2 226931

গার্ড অফ অনারে স্বাগত জানানো হবে
‘গার্ড অফ অনার’ ছাড়াও রাফেলের স্বাগত অনুষ্ঠানে একটি ওয়াটারগান সালাম দেওয়া হবে। এই স্বাগত অনুষ্ঠানে ট্যাক্সি ট্র্যাকে ফায়ার টেন্ডার মোতায়েন করা হবে। আনয়ন ফ্লাইপাস্টের শেষে একটি অনুষ্ঠান হবে। অবতরণের সময় যখন রাফায়েল ফায়ার টেন্ডারগুলির মাধ্যমে পরিবহন করা হবে, তখন উভয় পক্ষের জল কামান বর্ষণের মাধ্যমে, পূজা পাঠের মাধ্যমে এবং সর্বপোরি পুস্প বর্ষণের মাধ্যমে রাফেল ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেবে। তবে সম্পূর্ণ অনুষ্ঠানটি করোনা আবহের মধ্যে অনুষ্ঠিত হলেও, সামাজিক দূরত্ব মেনেই সম্পন্ন করা হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর