‘সাবধানে থাকুন’, সলমন সাইকেলে চড়ে ছবি পোস্ট করতেই নেটিজেনরা বলল ‘আর কতজনকে চাপা দেবেন?’

বাংলাহান্ট ডেস্ক: সাইকেলে (cycle) চেপে আসছেন সলমন খান (salman khan)। সবাই সাবধানে থাকুন, নাহলে চাপা পড়তে পারেন। এমনই সব মন্তব‍্য, ট্রোলে (troll) ভরে গিয়েছে অভিনেতার কমেন্ট বক্স। নতুন ছবি (photo) শেয়ার করতে না করতেই শুরু হয়ে গিয়েছে ট্রোল (troll)। ‘হিট অ্যান্ড রান’ (hit and run) মামলার স্মৃতি উসকে দিয়ে ক্রমাগত নেটিজেনের মশকরার পাত্র হচ্ছেন ভাইজান।

সম্প্রতি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন সলমন। সাইকেলে চড়ে, মুখে মাস্ক মাথায় টুপি পড়ে পোজ দেন তিনি। ক‍্যাপশনে হ‍্যাশট‍্যাগ দিয়ে লেখেন, ‘Stay Safe’। অর্থাৎ করোনা পরিস্থিতিতে মাস্ক পরে সকলকে সাবধানতা অবলম্বন করার বার্তা দেওয়াই ছিল অভিনেতার উদ্দেশ‍্য।

https://www.instagram.com/p/CE7DfoQFrGe/?igshid=18m0g8ukbhd1v

কিন্তু ফল হল উলটো। ছবিটি পোস্ট করতেই একের পর এক আক্রমণ শুরু করে নেটজনতা। একজন লেখেন, ‘প্রথমে গাড়ি, তারপর ট্রাক্টর এখন সাইকেল, আর কতজনকে চাপা দেবেন?’

IMG 20200910 193658

আরেকজন লিখেছেন, ‘সলমন আসছে সাইকেলে চেপে। সবাই সাবধানে থাকুন। নয়তো গায়ের উপর দিয়েই চালিয়ে দেবে।’ অনেকে আবার মাদক যোগ নিয়েও কটাক্ষ করেছেন সলমনকে। লিখেছেন, ‘মাদক নিয়ে সাইকেল চালাতে দারুন লাগে তাই না?’

IMG 20200910 193759
প্রসঙ্গত, ২০০২ সালে ‘হিট অ্যান্ড রান’ মামলায় নাম জড়ায় সলমনের। জানা যায়, মাঝরাতে মদ‍্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ফুটপাতবাসী কয়েকজনের উপর গাড়ি তুলে দেন তিনি। সেই ঘটনায় একজন মারাও যান ও চারজন আহত হন। দীর্ঘদিন ধরে চলেছিল সেই মামলা। পরে অবশ‍্য সলমনের গাড়ি চালক এসে দাবি করেন তিনিই সেই রাতে গাড়ি চালাচ্ছিলেন। ২০১৫তে বেকসুর খালাস পান সল্লু মিঞা।

Niranjana Nag

সম্পর্কিত খবর