টিনেজারে বাড়ি থেকে পালিয়ে মাদকাসক্ত, বিবেকানন্দকে গুরু মেনে সঠিক পথে ফেরেন কঙ্গনা, ভাইরাল হলো ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) মাদক (drugs) যোগের কথা ফাঁস করে দিয়েছেন, একাধিক প্রথম সারির বলি তারকাদের চ‍্যালেঞ্জ করেছেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। শিবসেনার অভিযোগের ভিত্তিতে জোর গলায় বলেছেন জীবনে কখনও মাদক সেবন করেননি। কোনও মাদক পাচারকারীর সঙ্গে তাঁর যোগাযোগ প্রমাণিত হলে তিনি মুম্বই ছাড়তে প্রস্তুত বলে জানান কঙ্গনা।

কিন্তু ভিডিও (video) বলছে অন‍্য কথা। সম্প্রতি একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে কঙ্গনার যেখানে তিনি নিজেই বলছেন টিনএজার বয়স থেকেই মাদকাসক্ত ছিলেন। ভিডিওটি লকডাউনের সময়কালের। সেই সময় নিজের দেশের বাড়ি মানালিতে ছিলেন অভিনেত্রী।

Kangana Ranaut 1
ভিডিওতে খারাপ সময়ের কথা বলতে গিয়ে কঙ্গনা বলেন, তিনি যখন বাড়ি থেকে পালান তখন তাঁর বয়স ছিল ১৫-১৬ বছর। মুম্বই এসে ২ বছরের মধ‍্যে ফিল্মস্টার হয়ে যান তিনি। মাদকাসক্তও হয়ে পড়েন। এমন মানুষজনের সঙ্গে তিনি মিশতেন তখন যে তাদের হাত থেকে পালাতে হলে তাঁর মৃত‍্যু অবধারিত ছিল।

সেই সময় এক মানুষ তাঁর জীবনে আসেন যে তাঁকে সঠিক পথ দেখান। তাঁকে ধ‍্যান করতে বলেন, আধ‍্যাত্মিক বিকাশ ঘটে কঙ্গনার। দুবছর ব্রহ্মচর্য পালন করেছিলেন তিনি। সেইসময় সাদা কাপড় পড়তেন ও সেদ্ধ খাবার খেতেন বলে জানান কঙ্গনা।

https://www.instagram.com/tv/B-T4iCHlGIo/?igshid=vxbve2z1hu2o

এই ভিডিও ভাইরাল হতেই কঙ্গনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন নেটিজেনের একাংশ। মহারাষ্ট্র সরকারেল তরফে মুম্বই পুলিসকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক অধ‍্যয়ন সুমনও দাবি করেন কঙ্গনা মাদকাসক্ত ছিলেন। এক সময় সকলকে প্রতিদিন হ‍্যাশ ও কোকেন সেবন করাতেন তিনি‌।

কঙ্গনা সোশ‍্যাল মিডিয়ায় দাবি করেন, বলিউডের ৯৯ শতাংশই মাদকাসক্ত। বড় বড় পার্টিতে নিয়মিত মাদক সেবন করা হয়। এমনকি বলিউডের চার প্রথম সারির অভিনেতা ও পরিচালককে ড্রাগ টেস্ট করানোর ‘চ‍্যালেঞ্জ’ জানান কঙ্গনা রানাওয়াত। রণবীর কাপুর, রণবীর সিং, ভিকি কৌশল ও পরিচালক অয়ন মুখার্জি যে মাদক সেবন করেন না তার প্রমাণ দিতে বলেন অভিনেত্রী।

একটি টুইটে কঙ্গনা লেখেন, ‘আমি রণবীর সিং, রণবীর কাপুর, অয়ন মুখার্জি ও ভিকি কৌশলকে অনুরোধ করছি ড্রাগ টেস্টের জন‍্য তাঁদের রক্তের নমুনা দিতে। গুঞ্জন শোনা যায়, তাঁরা কোকেনে আসক্ত। আমি চাই এই গুঞ্জন তাঁরা ভুল প্রমাণিত করুন। এই তরুণ অভিনেতারা বহু মানুষকে অনুপ্রাণিত করতে পারবেন যদি তাঁরা নির্দোষ হন।’ টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ট‍্যাগ করেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর