কোয়ারেন্টিনে ছাড়! IPL-এ প্রথম ম্যাচ থেকেই প্যাট কমিন্স, ইয়ন মর্গ্যানদের পাচ্ছে কেকেআর

বাংলা হান্ট ডেস্কঃ অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন আঙ্গুলে গুরুতর চোট পান ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। মর্গ্যানের চোটের খবর স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স শিবিরে। কারণ এই বছর আইপিএল নিলামে ইয়ন মর্গ্যানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার কেকেআর ব্যাটিং শক্তির অন্যতম স্তম্ভ এই ইংরেজ ব্যাটসম্যান। আর তাই ইয়ন মর্গ্যানের চোটের খবরে কিছুটা মন খারাপ হয়েছিল কেকেআর ফ্যানদের।

অবশেষে স্বস্তি মিলল কেকেআর শিবিরে। আঙুলে চোট সারিয়ে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে ফিরলেন ইয়ন মর্গ্যান। আঙ্গুলে চোটের কারণে তৃতীয় টিটোয়েন্টি ম্যাচে না খেললেও প্রথম ওয়ানডে ম্যাচে দলে ফিরলেন মর্গ্যান। আর এই খবর আইপিএল শুরুর আগে স্বস্তিতে রাখলো কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টকে।

1692896686bf902a7548598b45ca3c449fd327dd167c6f2e378e7dcb32c19b69deb0657ea

এই মুহূর্তে ইংল্যান্ড সফরে গিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর সেখানেই টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে ব্যস্ত দুই দেশের ক্রিকেটাররা। এই সিরিজ শেষ হওয়ার পর আগামী 17 ই সেপ্টেম্বরে আবুধাবিতে পৌঁছে যাবেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। আবুধাবি পৌঁছে প্রথমে 14 দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকার কথা ছিল প্যাট কমিন্স, ইয়ন মর্গ্যানদের। কিন্তু কেকেআর সিইও ভেঙ্কি মাইসর জানিয়েছেন আবুধাবি প্রশাসনের সঙ্গে কথা বলে এই ক্রিকেটারদের আইসোলেশন পর্ব 14 থেকে কমিয়ে 6 দিন করা হয়েছে। এর ফলে আগামী 23 শে সেপ্টেম্বর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স এর আইপিএলের প্রথম ম্যাচ নামার ক্ষেত্রে আর কোন বাধা রইলো না প্যাট কমিন্স, ইয়ন মর্গ্যানদের।


Udayan Biswas

সম্পর্কিত খবর