অধিনায়ক কোহলিতে মুগ্ধ ডিভিলিয়ার্স এবং হরভজন সিং, জানালেন বিরাটের অজানা গুণের কথা

বাংলা হান্ট ডেস্কঃ আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে আইপিএল। আর সেই জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের সঙ্গে দিনরাত পরিশ্রম করছেন অধিনায়ক বিরাট কোহলিও, নেটে দীর্ঘক্ষণ ঘাম ঝরাচ্ছেন কোহলি। আর এবার কোহলির প্রশংসায় উচ্চসিত দুই তারকা ক্রিকেটার।

ভারত বিরাট কোহলির প্রশংসা শোনা গেল দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ভিলিয়ার্সের মুখে। আইপিএলে একই দলের হয়ে খেলেন এই দুই তারকা। এছাড়াও কোহলির প্রশংসা করলেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং যিনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। যদিও এবার ব্যক্তিগত কারনের জন্যে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন হরভজন সিং।

আরসিবির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বিরাট কোহলির প্রশংসা করে ডিভিলিয়ার্স বলেন, বিরাট কোহলির মধ্যে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার এক অসাধারণ গুণ রয়েছে। এই মুহূর্তে আইপিএল এর জন্য কঠোর পরিশ্রম করছে পুরো দল সেখানেও জ্বলে উঠেছেন বিরাট কোহলি। বিরাট কোহলির পরিশ্রম দেখেই অনুপ্রাণিত হচ্ছেন দলের তরুণ ক্রিকেটাররা। বিরাট কোহলি এমন একজন ক্রিকেটার যাকে অনুসরণ করলেই সমস্ত কাজ সহজ হয়ে যায়।

17213274457c35c8a84ad6f28ff3e5533fab7ade574a5b3216fe191b3a32d30a0e2c1083f

এছাড়াও বিরাট কোহলির প্রশংসা করে প্রাপ্তন ভারতীয় স্পিনার হরভজন সিং বলেন, ” আমি বিরাটকে প্রথমবার সামনে থেকে দেখি 2008 সালের আইপিএলে। মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সেই ম্যাচে সনৎ জয়সূর্যের বলে স্টেপ আউট করে দুর্দান্ত ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি। আর বিরাট কোহলির সেই ব্যাটিং দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তখনই বুঝতে পেরেছিলাম এই ক্রিকেটারের মধ্যে ভবিষ্যতে তারকা হয়ে ওঠার মত ক্ষমতা রয়েছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর