একজনের মৃত‍্যুকে কাজে লাগিয়ে সুযোগ খুঁজছেন কঙ্গনা, সরাসরি তোপ দাগলেন সোনা মহাপাত্র

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত মামলা ফিকে হয়ে গিয়ে এখন সব লাইমলাইট গিয়ে পড়েছে কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) উপর। শিবসেনা ও বলিউডের মাদক চক্রের বিরুদ্ধে তোপ দেগে এখন কার্যত সম্মুখ সমরে নেমেছেন কঙ্গনা, যেখানে তাঁর বিপরীতে রয়েছে প্রায় গোটা বলিউড (bollywood)। আর এই লড়াই লড়তে গিয়ে কোনো অভিযোগই করতে বাকি রাখছেন না অভিনেত্রী।

জয়া বচ্চন, সোনম কাপুরের পর এবার কঙ্গনার বিরুদ্ধে সরব হলেন গায়িকা সোনা মহাপাত্র (sona mahapatra)। অভিনেত্রীকে ‘সুযোগসন্ধানী’ বলে কটাক্ষ করে কড়া আক্রমণ করলেন তিনি। কুইন অভিনেত্রীকে একহাত নিয়ে সোনা লেখেন, ‘অন‍্যদের গোল্ড ডিগার, মাফিয়া, সস্তা কপি, সফট পর্ন স্টার বলছেন। একটা দুঃখজনক মৃত‍্যুকে কাজে লাগিয়ে মানুষের দলনেত্রী হওয়ার খেলাটা সুযোগসন্ধানের চূড়ান্ত। এটা আপনাকে হিন্দুত্ববাদের ধ্বজাধারী বলে প্রতিষ্ঠিত করে না। বরং খারাপ দিকটাই দেখায়।’

সম্প্রতি প্রাক্তন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরের বিরুদ্ধে কড়া মন্তব‍্য করেছেন কঙ্গনা। বলিউডের কয়েকজন প্রথম সারির তারকার মাদক পরীক্ষা করানো উচিত বলে দাবি করেন তিনি। ওই মন্তব‍্যের পরিপ্রেক্ষিতে পালটা কটাক্ষ করেন উর্মিলা মাতন্ডকর।

তিনি বলেন, ‘মাদক পরীক্ষা শুধু মুম্বই ইন্ডাস্ট্রিতেই করতে হয়, হিমাচলে নয় কেন? কঙ্গনার সঙ্গে তাল মিলিয়ে তো গোটা দেশ ড্রাগ ড্রাগ করছে কিন্তু কঙ্গনা কি জানেন ওর নিজের রাজ‍্য হিমাচল প্রদেশই গাঁজার অন‍্যতম উৎস। কঙ্গনার উচিত আগে নিজের রাজ‍্য থেকে মাদক নিষিদ্ধ অভিযান শুরু করা।’

চুপ থাকেননি কঙ্গনাও। এক সংবাদ সংস্থার আলোচনায় উর্মিলাকে তীব্র কটাক্ষ করে ‘সফট পর্ন স্টার’ বলে অভিহিত করেন তিনি। এরপরেই সোশ‍্যাল মাডিয়া জুড়ে ব‍্যাপক ট্রোলের সম্মুখীন হয়েছেন কঙ্গনা।


অবশ‍্য তাতে তিনি বিশেষ ভ্রূক্ষেপ করেছেন বলে মনে হয় না। বরং পাল্টা তোপ দেগে প্রশ্ন ছুঁড়েছেন, “যখন উর্মিলা আমাকে বেশ‍্যা ও রুদালি বলেছিল তখন আপনাদের নারীবাদ কোথায় ছিল? মহিলা জাতির কলঙ্ক তোমাদের মতো ভুয়ো নারীবাদীরা। মেয়েদের শরীর ছাড়াও মন থাকে। ধর্ষণ শুধুমাত্র শারীরিক না‌”।

এরপরেই সানি লিওনকে টেনে কটাক্ষ ক‍রতে করেন কঙ্গনা। তিনি লেখেন, ‘সানি লিওন যুব সমাজের আদর্শ হতে পারে না, এটা বলার জন‍্য এক প্রখ‍্যাত লেখককে হেনস্থা করা হয়েছিল। ইন্ডাস্ট্রি ও গোটা ভারত সানিকে শিল্পী হিসাবে মেনে নিয়েছে। এখন ভুয়ো নারীবাদীরা পর্ন স্টারকে খারাপ কিছুর সঙ্গে তুলনা করছে।’

X