ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন সঞ্জু স্যামসন, এক ওভারে চারটি ছক্কা সহ ২৮ রান করলেন

বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএলে চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়েলস। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এর ফলে প্রথমে ব্যাটিং করতা আসে রাজস্থান রয়েলস।

ব্যাটিং করতে নেমে শুরুতেই মাত্র 6 রানে আউট হন ওপেনার যশস্বী জয়সওয়াল। শুরুতেই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় রাজস্থান। তখনই ব্যাট হাতে স্বমহিমায় ক্রিজে নামেম তরুণ ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসন।

672280 sanju samson afp

প্রথম ম্যাচে ব্যাট হাতে ক্রিজে নেমেই কার্যত আগুন ঝরালেন সঞ্জু স্যামসন। ম্যাচের অষ্টম ওভারে চেন্নাইয়ের বোলার পীযূষ চাওলাকে এক ওভারে চারটি বড় বড় ছক্কা হাঁকালেন সঞ্জু স্যামসন। এই মুহূর্তে 31 বলে 74 রানে ব্যাটিং করছেন সঞ্জু স্যামসন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর