নতুন উপায়ে চুরি! এক ক্লিকেই হাওয়া সব টাকা;কোটি কোটি গ্রাহককে সতর্ক করল SBI

করোনা কালে মানুষ যখন ডিজিটাল লেনদেনকে অনেক বেশী ব্যাবহার করতে শুরু করেছে তখনই বড় সতর্ক বার্তা দিল ভারতীয় স্টেট ব্যাংক (SBI)। টুইট করে তারা জানাল, যে কোনো মুহুর্তে একটি ভুল ক্লিকে হাওয়া হয়ে যেতে পারে আপনার ব্যাংকের সব টাকা। পাশাপাশি, এরকম ফ্রড হলে কী করতে হবে তাও জানিয়েছে SBI. আসুন জেনে নি টুইট বার্তায় কি বলছে SBI.

sbiiiiiiiii

SBI এই টুইট বার্তায় দেশের কোটি কোটি গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে, স্টেট ব্যাংকের নাম ও লোগো ব্যাবহার করে ভুয়ো ইমেইল পাঠাচ্ছে। এরকম কোনো মেল ব্যাংকের তরফে পাঠানো হচ্ছে না৷ তাই গ্রাহকদের এই মেল গুলি খুলতে বারন করা হয়েছে। পাশাপাশি এই ধরনের ইমেল গুলিকে চিহ্নিত করতে রিপোর্টও করার কথাও বলা হয়েছে।

টুইটের সাথে SBI একটি লিংক দিয়েছে সেই লিংকে গিয়ে এরকম ফ্রডের ক্ষেত্রে রিপোর্ট করতে পারবেন। এই রিপোর্ট পেলেই জাতীয় সাইবার সেল এই জাতীয় ফ্রডগুলির তদন্ত করবে। পাশাপাশি এই সাথে স্টেট ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এর লিংকও দিয়েছে। যার সাহায্যে ইন্টারনেট থেকে সুরক্ষিত ভাবে টাকা লেনদেন করতে পারবে গ্রাহকেরা।

সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর জন্য রাজ্যের নাম, লগ ইন আইডি, মোবাইল নাম্বার ও ওটিপি দিতে হবে। নতুন ব্যাবহারকারীদের ক্ষেত্রে আগে রেজিস্ট্রার করতে হবে। রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আপনি অভিযোগ জানাতে পারবSBI

 

 

 

 

 

 

সম্পর্কিত খবর