IPL প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বললেন এমন কথা যা শুনে প্রত্যেকটি ভারতবাসী গর্ববোধ করবে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল (IPL), এটা আরও একবার প্রমাণ হয়ে গেল গতকালকের ম্যাচে। গতকালকের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীতে উঠল কার্যত মরুঝড়। প্রথম ইনিংসে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন মায়াঙ্ক আগারওয়াল, দ্বিতীয় ইনিংসে সেই ঝড়কে আরও ভয়ঙ্কর রূপ দিলেন সঞ্জু স্যামসন ও রাহুক তেহটিয়া।

পাঞ্জাবের দেওয়া 224 রানের টার্গেট চেজ করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান রয়েলস। শুরুতেই ওপেনার জস বাটলারকে হারিয়ে পিছিয়ে পড়ে রাজস্থান রয়েলস। তখন দলের হাল ধরেন সঞ্জু স্যামসন, বিধ্বংসী ইনিংস খেলে রাজস্থানকে জয়ের খুব কাছে এনেও তিনি শেষ করতে পারেনি। রাজস্থানের যখন 18 বলে 54 রানের দরকার সেই সময় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান সঞ্জু স্যামসন। তখন ক্রিজে ছিলেন 19 বলে 8 রান করা রাহুল তেহটিয়া। কেউ ভাবতেই পারিনি যে এই ম্যাচে রাহুল তেহটিয়ার ব্যাটিংয়ে জিতবে রাজস্থান রয়েলস। এক ওভারে পাঁচটি ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রাহুল তেহটিয়া। এবং এই ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়েলস।

আর এমন রুদ্ধশ্বাস, আকর্ষনীয় ম্যাচ দেখে আর চুপ থাকতে পারেননি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ম্যাচ দেখে উচ্ছ্বাসিত সৌরভ গাঙ্গুলী টুইট করে লিখেন, “হোয়্যাট আ গেম… এই কারনেই বিশ্বের সেরা টিটোয়েন্টি লিগ আইপিএল (IPL)… অবিশ্বাস্য সব প্রতিভা!”

সম্পর্কিত খবর

X