বিলুপ্ত হয়ে যাওয়ার মুখে আরো একটি ভাষা, আদিম এই ভাষা জানা শেষ মানুষটির বয়স ৯২

পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে আরো এক আদিম ভাষা, নাম ‘ইয়াঘান’ (Iyaghan language) । এই ভাষা জানা শেষ মানবী ক্রিশ্চিয়ানার বয়স এখন ৯২। তার বিশাল পরিবার থাকলেও কেউ এই ভাষা জানেন না। সম্ভবত তার সাথেই শেষ হতে চলেছে আরো এক ভাষার।

images 2020 10 01T140121.537

৮৪ বছর বয়সী এমিলিন্দা আকুয়ার মৃত্যুর পরে চিলির নাভারিনো দ্বীপে ক্রিশ্চিনা ক্যালদারিন শেষ মানুষ, যিনি এই ভাষায় কথা বলতে পারেন৷ ক্রিস্টিনা ক্যাল্ডারন আনুষ্ঠানিকভাবে ম্যাগালেনেস অঞ্চল এবং চিলিয়ান অ্যান্টার্কটিকার ইলাস্ট্রিয়াস কন্যা হিসাবে ঘোষণা করেছেন।

images 2020 10 01T135951.695

ক্রিশ্চিয়ানা ২০০৩ সালে ইউনেস্কো কর্তৃক জীবিত মানব ট্রেজার হিসাবে স্বীকৃত হয়েছিল। একইভাবে, চিলির ২০০তম বছর উদযাপনের সময় যে পঞ্চাশ নায়িকাকে সম্মান জানানো হয়েছিল সেই তালিকাতেও তিনি রয়েছেন।

তবে এই ভাষাটিকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করছে চিলি। চিলির জাতীয় আদিবাসী উন্নয়ন কর্পোরেশন ইয়াগান ভাষায় শিক্ষামূলক পাঠ্যক্রম পরিকল্পনা করার জন্য একটি কর্মশালা ডেকেছিল। সরকার ইয়াগান ভাষার একটি “সংক্ষিপ্ত এবং চিত্রিত অভিধান” প্রকাশের জন্যও অর্থ সহায়তা দিচ্ছে।

 

সম্পর্কিত খবর