বাংলা হান্ট ডেস্কঃ ফ্রান্সের (France) রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ (Emmanuel Macron) শনিবার ইসলাম ধর্ম নিয়ে নিজের প্রতিক্রিয়া দেন। সংবাদসংস্থা এএফপি অনুযায়ী, মাক্রোঁ ইসলামকে এমন এক ধর্ম বলেছেন, যার ফলে গোটা বিশ্ব আজ সঙ্কটে। উনি ফ্রান্সে একটি ভাষণে ইসলামিক কট্টরপন্থীদের বিরুদ্ধে লড়াই করার কথা বলেছেন। জানিয়ে দিই, এটাই প্রথমবার না যে এমানুয়েল মাক্রোঁ ইসলাম ধর্ম নিয়ে এরকম মন্তব্য করলেন। এর আগেও তিনি ইসলাম ধর্ম দ্বারা কট্টরতা আর হিংসা ছড়ানো হয় বলেছিলেন।
#BREAKING President Emmanuel Macron described Islam as "a religion that is in crisis all over the world today" as he made keenly-awaited keynote address on battling Islamic radicalism in France pic.twitter.com/Xb1q564eFU
— AFP News Agency (@AFP) October 2, 2020
জানিয়ে দেই, ফ্রান্সের মোট জনসংখ্যার মধ্যে প্রায় ৬০ থেকে ৬৫ লক্ষ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। এই বছর প্রায় আট মাস আগে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ দেশে বিদেশী ইমামদের প্রবেশ নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সেই সময় এমানুয়েল মাক্রোঁ বলেছিলেন, সরকারের এই সিদ্ধান্ত কট্টরপন্থী আর আলগাওবাদকে দেশে প্রভাব ফেলার থেকে রোখার জন্য নেওয়া হয়েছে।
উনি এও জানিয়েছিলেন যে, ফ্রান্সে যেই ইমামরা রয়েছেন, তাঁদের স্থানীয় ভাষা ফ্রেঞ্চ শেখা অনিবার্য। উনি এও বলেছিলেন যে, ফ্রান্সে থাকা ইমামদের কড়া নিয়ম পালন করতে হবে। উনি এও জানিয়েছিলেন যে, ইমামদের কারণে দেশে কট্টরপন্থী আর আলগাওবাদ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। উনি বলেছিলেন, আমরা ইসলামিক কট্টরপন্থীদের বিরুদ্ধে।