বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স এবং শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে 18 রানে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্স দলের হারের অন্যতম প্রধান কারণ খারাপ অধিনায়কত্ব।
এই ম্যাচে একের পরে এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক দীনেশ কার্তিক। যার ফলে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। এমনই অভিযোগ তুলছেন একদল কেকেআর সমর্থক। প্রথমত এই ম্যাচে একদমই ঠিকঠাক ভাবে বোলারদের ব্যবহার করতে পারেননি দীনেশ কার্তিক। যখন যে বোলারকে প্রয়োজন তখন তাদের বোলিং করতে পাঠাননি কার্তিক। এছাড়াও শারজার মতো ছোট স্টেডিয়ামে ম্যাচের 19 তম ওভারে যখন দুজন সেট ব্যাটসম্যান ব্যাট করছিলেন তখন বরুণ চক্রবর্তীকে বল করতে পাঠান আর সেই ওভার থেকে আসে 24 রান।
এছাড়া ব্যাট হাতেও হতাশাজনক পারফরম্যান্স করেন দীনেশ কার্তিক। এই মরশুমে দীনেশ কার্তিকের ব্যাটিং ফর্ম একদমই ভালো যাচ্ছে না। তার সত্ত্বেও ফর্মে থাকা ইয়ন মর্গ্যানের আগে তিনি ব্যাট হাতে নামেন এবং দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। যার ফলে চাপ বাড়ে কেকেআরের অন্যান্য ব্যাটসম্যানদের উপর। এছাড়াও ম্যাচ চলাকালীন আরও বেশ কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক দীনেশ কার্তিক। যার ফলে কেকেআরকে হতাশাজনক ভাবে এই ম্যাচে হারতে হয়েছে। আর তারপরই একদল কেকেআর সমর্থক দাবি তুলতে শুরু করেছেন, দীনেশ কার্তিককে সরিয়ে দেওয়া হোক অধিনায়কত্ব থেকে। তার বদলে অধিনায়কত্ব তুলে দেওয়া হোক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানের হাতে। যদিও এই বিষয়টি নিয়ে কেকেআর টিম ম্যানেজমেন্ট কোন কথাই বলেননি। তবে এই ম্যাচের পর দীনেশ কার্তিক যে খুব একটা সুবিধাজনক জায়গায় থাকবেন না তা বলাই বাহুল্য।