বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের বর্ধিত মামলার মধ্যে গোটা বিশ্বে কোভিড ১৯ মহামারীর ভ্যাকসিনের টিকার প্রতি মানুষের আকাঙ্খা দিনদিন বেড়েই চলেছে। গোটা বিশ্বেই এই মহামারীর প্রতিষেধক বানানোর জন্য বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা করে চলেছেন। অনেক দেশেই করোনার ভ্যাকসিনের ট্রায়াল চলছে। আর এরই মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডঃ হর্ষবর্ধন (Harsh Vardhan) রবিবার লাইভে এসেন সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে কথা বলেন। সেই সময় তিনি বলেন, ভারত সরকারের লক্ষ্য হল ২০২১ এর জুলাই মাসের মধ্যে ২০ থেকে ২৫ কোটি ভারতীয়কে ভ্যাকসিন উপলব্ধ করানো।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, সরকারের যোজনা হল ৪০ থেকে ৫০ কোটি ভ্যাকসিন প্রস্তুত করা আর সেগুলোর ব্যবহার করা। রাজ্য গুলোর কাছে অক্টোবরের শেষের মধ্যে প্রাথমিক ভাবে জনসংখ্যার বিবরণ পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। উনি বলেন, স্বাস্থ্য কর্মীদের সবার আগে করোনা টিকা দেওয়ার প্রাথমিকতা রেখেছে সরকার।
উনি জানান, কেন্দ্রের তরফ থেকেই ভ্যাকসিন কেনা হবে। ভ্যাকসিনের প্রতিটি ব্যাচকে রিয়েল টাইমে ট্র্যাক করা হবে। ভারতীয় ভ্যাকসিন নির্মাতাদের সরকার সম্পূর্ণ ভাবে সহযোগিতা করবে। উনি বলেন, ভারত COVID-19 মানব চ্যালেঞ্জ পরীক্ষার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে না। ভ্যাকসিনের সমান ভাবে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে সরকার সকল পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর।