টাইপরাইটার দিয়েই আঁকছেন নিখুঁত পোর্ট্রেট, ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটপাড়া

viral video : প্রতিদিন নানান প্রতিভার ভিডিও ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে কেউ অসাধারণ নাচ, গান, আবৃত্তির মাধ্যমে নেটপাড়ার মন জয় করে অনেকেই। তবে সম্প্রতি নেটপাড়ায় এমন একটি মানুষ ভাইরাল হয়েছে যিনি একই সাথে শিল্পী ও টাইপিস্ট৷ টাইপরাইটারের নিখুঁত কাজে একের পর এক গড়ে তুলছেন অসামান্য সব পোর্ট্রেট।

Bharat Mata 5f782fc133b06

এই মুহুর্তে টাইপরাইটার আমাদের জন্য খুব একটা কাজের নয়। কম্পিউটার এসে যাওয়ায় টাইপিং এর ৯০ শতাংশ কাজই এখন কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে। টাইপরাইটার এখন কেবলই বিগত যুগের নস্টালজিয়া। তবে কিছু মানুষ এখনো এই টাইপরাইটারকে বাঁচিয়ে রাখতে চান, এ.সি গুরুমূর্তি তাদের মধ্যেই একজন।

গত বছরের মার্চ মাসে, এ সি গুরুমুর্তি  ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের প্রতিকৃতি তৈরি করে খবরের শিরোনামে উঠে আসেন৷ এবছর  স্বাধীনতা দিবসে, গুরুমূর্তি  টাইপরাইটারে  ভারত মাতার একটি ছবিও আঁকেন। গুরুমূর্তির আঁকায় ভারত মাতা ত্রিশুলের সাহায্যে করোনা ভাইরাসকে বধ করছেন।

জানা যাচ্ছে তিনি প্রায় ৫০ বছর ধরে টাইপ রাইটারকে শিল্পের মাধ্যম হিসাবে ব্যাবহার করছেন। মানুষ ছাড়াও ঐতিহাসিক মনুমেন্ট, পশু পাখির ছবিও তিনি আঁকেন।

এই মুহুর্তে গুরুমূর্তির যে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে,  তাতে গুরুমূর্তিকে কিংবদন্তি ব্রুস লির পোর্ট্রেট আঁকতে দেখা যাচ্ছে৷ এছাড়াও ভিডিওতে রয়েছে তার আঁকা সব ছবিরই কালেকশনের এক ঝলক। ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে ভিডিওটি। দেখে ফেলেছেন প্রায় ৩ মিলিয়ন মানুষ৷ প্রায় ২৬ হাজার মানুষ পছন্দ করেছেন ভিডিওটি।


সম্পর্কিত খবর