এক অদ্ভুত ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশের প্রতাপগড় । এক বৃদ্ধা মহিলার মৃত্যুর পরে বানরের একটি দল তাকে শেষ দেখা দেখতে গিয়ে শোকে বিহ্বল হয়ে পড়ে। শুধু তাই নয়, মানুষের সাথে তারাও প্রায় ২ ঘন্টা শোক পালনও করে। বানরের এই ঘটনা ইতিমধ্যেই এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
৭০ বছর বয়সী শিবপতি দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লালগঞ্জ কোতোয়ালের বেলহা গ্রামে। গ্রামের লোকজন ও আত্মীয়স্বজন তাকে শেষ দেখা দেখতে উপস্থিত হন। পরিবার তার শোকে কাঁদছিল।
ইতিমধ্যেই ৮-১০ টি বানরের একটি দল সেখানে পৌঁছাউ। তারা বৃদ্ধ মহিলার মৃতদেহের চারপাশে বসে থাকে । গ্রামবাসীরা এই ঘটনাকে অলৌকিক ধরে ধরে বানরদের বিস্কুট খাওয়ায়। তার ঘন্টা দুই পরে বানরদের দলটি সেখান থেকে ফিরে যায়।
মৃতা শিবপতি দেবী বেলহা গ্রামে ধার্মিক হিসাবেই পরিচিত ছিলেন। ধর্মপালন ও পূজা অর্চনায় তার দৃঢ় বিশ্বাস ছিল। এ কারণে গ্রামবাসীরা তার মৃত্যুতে ঈশ্বরের আশীর্বাদ রূপে বানরদের আগমন মনে করছে।