বাংলা হান্ট ডেস্কঃ ব্যাট হাতে বিরাট কোহলি (Virat Kohli) মাঠে নামলেই নতুন নতুন রেকর্ড তৈরি হয়। সেটা আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা আইপিএল বিরাট কোহলি (Virat Kohli) মানেই নতুন রেকর্ড। সোমবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এবং দিল্লি ক্যাপিটালস (DC)। এই ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে এলো আরো একটি বিশেষ রেকর্ড। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেট 9000 রানের মাইলফলক স্পর্শ করল ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি।
দিল্লির বিরুদ্ধে ম্যাচে নামার আগে 9000 টিটোয়েন্টি রান থেকে মাত্র 10 রান দূরে ছিল বিরাট কোহলি। গতকাল দিল্লি ক্যাপিটালসের 194 রানের টার্গেট চেজ করতে নেমে হর্ষল প্যাটেলের বলে দুর্দান্ত বাউন্ডারি মেরে নিজের 9000 টিটোয়েন্টি রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। এইদিন 39 বলে 43 রানের ইনিংস খেলার মধ্য দিয়ে 9,033 পৌঁছে গেলেন বিরাট কোহলি। এবং প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে 9000 রান পূর্ণ করলেন বিরাট কোহলি।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান রয়েছে ইউনিভার্সাল বস ক্রিস গেইলের খাতায়। তিনি সারা বিশ্বের মোট 15 টি দলের হয়ে টিটোয়েন্টি ক্রিকেট খেলেছেন এবং মোট 13296 রান করেছেন। তারপর রয়েছেন কায়রন পোলার্ড 10370, শোয়েব মালিক 9926, ব্রেন্ডন ম্যাককালাম 9922, ডেভিড ওয়ার্নার 9451, অ্যারন ফিঞ্চ 9148। এবার এই তালিকায় জায়গা করে নিলেন বিরাট কোহলি। একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটের 9000 রানের গন্ডি টপকালেন বিরাট কোহলি।