বাংলা হান্ট ডেস্কঃ ফের নক্ষত্র পতন ঘটল ক্রিকেটজগতে। অল্প বয়সেই না ফেরার দেশে চলে গেলেন আফগানিস্তানের তারকা ওপেনার নাজীব তারাকই। গত বছর 2 ই অক্টোবর পথ দুর্ঘটনায় গুরুতর ভাবে জখম হন এই 29 বছর বয়সী তারকা ওপেনিং ব্যাটসম্যান নাজীব তারাকই। সেইপথ দুর্ঘটনায় মাথায় গুরুতর ভাবে আঘাত পান নাজিব। তারপর কোমায় চলে যান তিনি।
এই তারকা ওপেনার গত 2 ই অক্টোবর পূর্ব নানগারহরে একটি দোকান থেকে বেরিয়ে রাস্তা পার হচ্ছিলেন সেই সময় হঠাৎ করে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তাকে জোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তিনি ছিটকে পড়ে যান রাস্তার পাশে, গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে হাসপাতালে ভর্তি করে। তারপর তিনি কোমায় চলে যান। দীর্ঘদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলো এই তারকা ওপেনার।
এই ওপেনিং ব্যাটসম্যান আফগানিস্তানের জাতীয় দলের হয়ে 20 টি টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এছাড়াও আফগানিস্তানের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে 24 টি ম্যাচ খেলে 2030 রান রয়েছে নাজীব তারাকইয়ের খাতায়। ব্যাট হাতে করেছেন দশটি হাফ সেঞ্চুরি এবং ছয়’টি সেঞ্চুরি।
নাজীব তারাকইয়ের এই অকাল প্রয়াণে গভীর ভাবে শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এসিবি জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট হারালো একজন দুর্দান্ত ক্রিকেটার ও আক্রমনাত্মক ওপেনারকে।