viral video : শিরোনামে ‘যুবক’ শব্দের ব্যাবহার দেখে অনেকেই অবাক হয়েছেন। তবে বার্ধক্য সকলের জন্য নয়, এমনও বহু মানুষ আছেন যাদের কাছে বয়স কেবলই এক সংখ্যা। ১০৩ বছরে যিনি স্কাই ডাইভিং করবার সাহস রাখেন তাকে ‘যুবক’ ছাড়া আর কিছু বলা যায় না।আর স্কাই ডাইভিং এর সেই ভিডিওই তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
স্কাই ডাইভিং এর অনেক ভিডিওই আমরা দেখেছি। কিছুদিন আগেই ভারতের এক যুবকের স্কাই ডাইভিং এর ভিডিও ভাইরাল হয়েছিল। স্কাই ডাইভিং এর সময় তার ভয় পাওয়া দেখে চরম আনন্দ পেয়েছিল নেটজনতা। কিন্তু এবার যার স্কাই ডাইভিং এর ভিডিও ভাইরাল হয়েছে তিনি বয়সে মোটেও তার কাছাকাছি নন। তবুও স্কাই ডাইভিং করতে গিয়ে একবার ভয়ও পাননি তিনি।
অ্যালফ্রেড আল বাস্কি নামের ওই বৃদ্ধ ১৪ হাজার ফুট উচ্চতায় উড়লেন। সেখানে কোনো ভয় নেই জড়তা নেই বরং মুখে লেগে আছে অমলিন হাসি। ১০৩ বছর ১৮১ দিন বয়সে প্রথমবার কোনও পুরুষ হিসাবে স্কাইডাইভিং করে গিনেস বুকে নামও তুলে ফেললেন তিনি। তবে বিশ্ব রেকর্ড করার উদ্দেশ্য তার ছিল না।
তিনি তার দুই নাতিকে কথা দিয়েছিলেন তারা গ্রাজুয়েট হলে স্কাইডাইভিং করবেন৷ সেই কথা রাখতেই আকাশে ভেসে পড়েন তিনি। সেই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দেয় এই ১০৩ বছরের যুবককে।