বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএলের (IPL) অন্যতম হাড্ডাহাড্ডি ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Night Riders) এবং চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আর এই দুই দলের ম্যাচ মানেই আইপিএলের অন্যতম সেরা লড়াই। এই দুই দলের লড়াই মানেই এক আলাদা উত্তেজনা, এক আলাদা উন্মাদনা।
যেহেতু এই বছর ভারতবর্ষে ব্যাপক আকার ধারণ করেছে করোনা সংক্রমণ। আর তাই এবার আইপিএল ভারতের বদলে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে অনুষ্ঠিত হচ্ছে। আর এবার আইপিএল সম্পূর্ণ ফাঁকা গ্যালারিতে হচ্ছে আর তাই কিছুটা হলেও মন খারাপ ক্রিকেটপ্রেমীদের। বিশেষ করে ভারতীয় ক্রিকেট প্রেমীদের কারণ এই আইপিএল ঘিরেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এক আলাদা উন্মাদনা দেখা যায়। অনেকেই স্টেডিয়ামে গিয়ে প্রিয় দলের জন্য গলা ফাটায়, সমর্থন করে। কিন্তু এবার সেই সমস্ত কিছুই হচ্ছে না আর তাই মন খারাপ আইপিএল প্রেমীদের।
আইপিএল সমর্থকদের পাশাপাশি কার্যত মন খারাপ হয়ে রয়েছে ইডেন গার্ডেন্সের। কারণ এই ইডেন গার্ডেন্সেই কলকাতা নাইট রাইডার্স তাদের প্রত্যেকটি হোম ম্যাচ খেলে। আইপিএলে কলকাতার ম্যাচ থাকলেই হাজার হাজার সমর্থক এসে ভিড় করে আলাদা উন্মাদনা সৃষ্টি হয় ইডেন জুড়ে। কিন্তু এবার সেই সমস্ত কিছুই হচ্ছে না আর তাই মন খারাপ ইডেনের। বিশেষ করে আজকের ম্যাচ, আজ আইপিএলের অন্যতম সেরা ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে আলাদা উন্মাদনা দেখা যেত কলকাতার ইডেন গার্ডেন্সে। কারণ এখানে যেমন রয়েছে হাজার হাজার কেকেআর সমর্থক তেমনি রয়েছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অগণিত সমর্থক। আর তাই প্রত্যেক বছর ইডেন গার্ডেন্সে যখনই কলকাতা বনাম চেন্নাই মুখোমুখি হত তখনই ইডেন গার্ডেন্স জুড়ে এক আলাদা পরিবেশ সৃষ্টি হত। কিন্তু এবার সেটা হচ্ছে না আর তাই মন খারাপ ইডেন গার্ডেন্সের।