আবহাওয়ার খবর: দক্ষিণবঙ্গে আসন্ন নিম্নচাপ, তবে পুজোয় পরিষ্কারই থাকবে কলকাতার আকাশ

বাংলা হান্ট ডেস্কঃ আগেই আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছিল চলতি সপ্তাহে আশঙ্কা রয়েছে ঝড়-বৃষ্টির নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে উত্তর আন্দামান সাগরে। এছাড়াও এই নিম্নচাপ আন্দামান সাগর সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর হয়ে এই নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে।

উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশ উপকূলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। শক্তি সঞ্চয় করতে করতে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে সময় নেবে রবিবার পর্যন্ত।

IMG 20201008 224119

আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, এই সময় উত্তরবঙ্গের তেমন বৃষ্টিপাত হবে না তবে এই নিম্নচাপ ও পাশাপাশি একটি ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

আজ বৃহস্পতিবার কোথাও আকাশ মেঘলা আবার কোথাও ঝলমলে রোদ ছিল। তবে বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আবহাওয়ার পরিবর্তন লক্ষ করা যায়।

আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হচ্ছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিনে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি বজায় থাকবে। পুজোর আগে বৃষ্টির খবর শুনে হতাশ কলকাতাবাসী। তবে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এখন বৃষ্টিপাত হলেই হলেও পুজোর সময় পরিষ্কার থাকবে কলকাতার আকাশ।


Udayan Biswas

সম্পর্কিত খবর