viral video : দাম্পত্যের কেটেছে ৫৮ বছর, কিন্তু জীবনে প্রেম কমেনি একটুও৷ বিবাহের ৫৮ বছর পর নাতির অনুরোধে ওয়েডিং ফটোশুট করে নেটিজেনদের তাক লাগিয়ে দিলেন বৃদ্ধ দম্পতি। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগে নি। আশি পেরিয়ে যাওয়া বৃদ্ধ বৃদ্ধার রোমান্সে মজেছেন নেটিজেনরা।
ওয়েডিং ফটোশুট এই মুহুর্তে একটি ট্রেন্ড৷ বিবাহের শুরু থেকে বিবাহ পরবর্তী জীবন ক্যামেরার লেন্সে মুহুর্তগুলি বন্দী করে রাখতে চায় সকলেই। তবে কিছুদিন আগে পর্যন্ত এই ফটোশুট নিয়ে এত মাতামাতি ছিল না।
কেরলের ইদুক্কির জেলার এই প্রবীণ দম্পতির বিয়ের কোনো ছবিই ছিল না। তাদের দাম্পত্যের মধুর স্মৃতি ধরে রাখতে নাতি অনুরোধ করে ওয়েডিং ফটোশুটের। রাজিও হয়ে যান তারা। তারপরই সদ্য বিবাহিত বর ও কনে সেজে ক্যামেরার সামনে পোজ দিয়ে ফেলেন এই দম্পতি।
https://www.instagram.com/p/CFlUCVvpuJr/?igshid=1xugu1wymic22
৮৫ বছরের কুঞ্জট্টি ও ৮০ বছরের চিন্নাম্মার এই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায়। দাদু ও ঠাকুমার স্বর্ণালি দিনগুলি ফিরিয়ে দেওয়ার জন্য অনেকেই ধন্যবাদ দিয়েছেন নাতিকে।
https://www.instagram.com/p/CFiw08upRkL/?igshid=9hxvx10of64e