বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে আফগানিস্তান (Afghanistan) এবং ভারতের (India) মধ্যেকার বন্ধুত্বের চর্চা আন্তর্জাতিক মহলে প্রশংসার নজির সৃষ্টি করেছে। এই বন্ধুত্বকে বহাল রেখে ভারত এবং আফগানিস্তান একটি বৃহত্তর প্রোজেক্টে সামিল হয়েছে। আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া জারি রাখতে ভারত গুরুত্বপূর্ণ ভুমিকা গ্রহণ করছে। দোহায় আফগানিস্তান সরকার এবং তালিবানের মধ্যে শান্তি চুক্তি স্থাপনের বিষয়ে এই আলোচনা হয়।
আফগানিস্তানের শীর্ষ বার্তাকার আব্দুল্লা আব্দুল্লা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra modi) সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দেশই যুদ্ধ বিধ্বস্ত দেশে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে আফগানিস্তানের পক্ষ থেকে আব্দুল্লা এক ট্যুইট করে জানিয়েছেন, আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া জারি রাখতে ভারতের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
এদিকে আবার ভারতের বিদেশ মন্ত্রালয়ের প্রবক্তা অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী ভারত এবং আফগানিস্তানের সম্পর্ককে আরও মজবুত করে তুলতে উদ্যত হয়েছেন। আফগানিস্তানের শীর্ষ বার্তাকার আব্দুল্লা ৫ দিনের সফরে বর্তমানে ভারতে এসেছেন। তাঁর ভারত সফরের উদ্দেশ্য, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া স্থাপনে ভারতের সমর্থন গ্রহণ।
ভারতের সঙ্গে আফগানিস্তানের এই বন্ধুত্ব দেখে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছেন পাকিস্তান সরকার ইমরান খান। আব্দুল্লা এক ট্যুইট বার্তায় জানান, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে আমি অভিভূত। ভারতের সঙ্গে বৈঠকে আমরা আফগানিস্তানের শান্তি স্থাপনে ভারতের সমর্থন পেয়েছি’।
আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া স্থাপনে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। ফেব্রুয়ারীতে আমেরিকা এবং তালিবানের মধ্যে শান্তি চুক্তি স্থাপন হয়। এই চুক্তি অনুসারে আমেরিকা তাদের সেনাও সরিয়ে নিয়েছে আফগানিস্তান থেকে। আগামী ক্রিসমাসের মধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ছেন স্বয়ং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।