বাংলাহান্ট ডেস্কঃ পশ্চিমবাংলার (West bengal) পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত নড়বড়ে হয়ে পড়ছে বলে অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (jagdeep dhankhar)। বাংলার শাসন ব্যবস্থায় কোন লাগাম নেই। প্রশাসনের নাকের ডগা দিয়ে আল কায়দা জঙ্গিরা বাংলায় ঘাটি গাড়ছে, এমন মন্তব্য করলেন রাজ্যপাল।
বাংলার পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে পড়ছে
কিছুদিন আগেই বাংলার বেশ কিছু এলাকা থেকে বেশ কয়েকজন আল কায়দা জঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনার জের টেনে ধরে শুক্রবার রাজ্যপাল জগদীপ ধনখড় এক সাংবাদিক বৈঠকে বলেন, ‘পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার অবস্থা খুবই ভয়াবহ। এখানে আল কায়দার মত সন্ত্রাসী সংগঠন গা ঢাকা দিয়ে থাকছে, প্রশাসন টেরও পাচ্ছে না। এই ঘটনা রাজ্যের সুরক্ষায় আঘাত হানছে বারবার’।
রাজ্যপাল আরও বললেন, ‘বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ৬ জন আল আয়দা জঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে। আবার বাকি ৩ জন এই অঞ্চলেরই বাসিন্দা। কিন্তু এই বিষয়ে পুলিশ এবং রাজ্যের কাছে আগে থাকতে কোন খবর ছিল না। এই ঘটনায় খুবই আতঙ্ক ছড়িয়েছে চারিদিকে। এটি একটি অত্যন্ত গুরুতর ব্যাপার’।
Law & order situation in West Bengal is very alarming. We have terror outfits like Al-Qaeda. It's a threat to national security. 6 were arrested & the 3 arrested from elsewhere are also from this area. Police & state agency had no idea about it, it's a very serious matter: WB Gov pic.twitter.com/jRRyISbSiY
— ANI (@ANI) October 9, 2020
বিজেপির নবান্ন অভিযান
এদিকে আবার ভারতীয় জনতা যুব মোর্চার কর্মীদের হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়েছিল বিজেপি। সেখানে বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য থেকে শুরু করে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, মুকুল রায়, লকেট চ্যাটার্জী, অর্জুন সিং, রাকেশ সিং সহ আরও নানান নেতৃত্বসহ বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিনের এই অভিযানে বিজেপি কর্মীদের উপর বিভিন্ন জায়গায় লাঠিচার্জ করে পুলিশ। এমনকি কাদুনে গ্যাস এবং রসায়নিক মিশ্রিত জল কামানও ছোড়া হয় তাদের দিকে এমনটা অভিযোগ করেছে বিজেপি সদস্যরা। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১২ জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।