বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে (Kashmir) সেনা বড়সড় সফলতা অর্জন করল। এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করেছে সেনা। দুই জঙ্গিকে এখনো চিহ্নিত করা যায়নি। মৃত জঙ্গিদের কাছ থেকে হাতিয়ারও উদ্ধার করা হয়েছে।
An encounter between security forces and terrorists is underway in Chingam area of Kulgam district. Further details shall follow: Jammu and Kashmir Police
— ANI (@ANI) October 10, 2020
জম্মু কাশ্মীরের কুলগাম জেলার চিনগাম এলাকায় সেনা আর জঙ্গিদের মধ্যে এনকাউন্টার শুরু হয়। সংবাদসংস্থা এএনআই অনুযায়ী, গোপন সুত্রে খবর পাওয়ার পর সেনা কুলগামের চিনগাম এলাকা ঘিরে ফেলে। জঙ্গিরা নিজেদের ঘিরে ফেলা হয়েছে দেখে সেনার উপর গুলি চালানো শুরু করে দেয়। সেনা পাল্টা গুলি চালিয়ে দুই জঙ্গিকে নিকেশ করে। মৃত জঙ্গিদের পরিচয় জানা যায়নি। সেনার এই অভিযান শেষ হয়ে গিয়েছে, আর গোটা এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
#UPDATE Joint operation in Chingam area of Kulgam district has concluded. Total two terrorists eliminated. One M4 rifle & one pistol recovered: Defence PRO, Srinagar. #JammuAndKashmir https://t.co/TP5PAd63W4
— ANI (@ANI) October 10, 2020
এর আগে বুধবার জম্মু কাশ্মীরের শোপিয়ান (Shopian) জেলায় সেনা আর জঙ্গিদের মধ্যে এনকাউন্টার হয়। শোপিয়ানের সুগন জৈনাপোরা এলাকায় হওয়া এই এনকাউন্টারে তিনজন কুখ্যাত জঙ্গি নিকেশ হয়। মৃত তিন জঙ্গিদের মধ্যে একজন টপ কম্যান্ডারও আছে। পুলিশের মুখপাত্র জানান, সেনা শোপিয়ান জেলার জৈনপোরা এলাকার সুগন গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর তল্লাশি অভিযান চালায়।”