তৃণমূল নেতার কনভয়ের ধাক্কা খেয়ে প্রতিবাদ করায় চরম মাশুল গুনতে হল ট্রাফিক সার্জেন্টকে

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের (All India Trinamool) যুব নেতার কনভয়ের একটি গাড়ি সোজা এসে ট্রাফিক সার্জেন্টের গাড়িতে ধাক্কা মারে। আর এই ঘটনার প্রতিবাদ করার চরম মাশুল গুনতে হয় ওই ট্রাফিক সার্জেন্টকে। অভিযোগ তৃণমূল নেতার কনভয় থামিয়ে গাড়ি থেকে উর্দিধারীরা নেমে ওই ট্রাফিক সার্জেন্টকে চরম হেনস্থা করে। এই ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুর তিনটে নাগাদ। ডায়মন্ড হারবার রোডে বেহালা ট্রাম ডিপোর কাছে ট্রাফিকের ওই সার্জেন্টকে হেনস্থা করার অভিযোগ ওঠে।

a 4

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। আর তিনি পাল্টা সার্জেন্টের বিরুদ্ধে হামলা অভিযোগ করেছেন বলে জানা যায়। প্রাপ্ত খবর অনুযায়ী, কাজ শেষে গাড়ি করে বাড়ি ফিরছিলেন ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ড সার্জেন্ট সোমনাথ ঘোষ। ওনার বাড়ির ফেরার রাস্তা একটি কনভয় যাচ্ছিল। সোমনাথ ঘোষ অভিযোগ করে জানান, বেহালা ট্রাম ডিপোর কাছে তাঁর গাড়িতে কনভয়ের একটি গাড়ি এসে ধাক্কা মারে।

সোমনাথ জানান, আমি যখন এই ঘটনার প্রতিবাদ করি তখন কনভয়ের বিভিন্ন গাড়ি থেকে উর্দিধারীরা নেমে আমার উপর চড়াও হয়। সোমনাথ জানান, প্রতিবার করায় আমাকে ধাক্কা দেওয়া হয়, হুমকিও দেওয়া হয় আর চরম হেনস্থা করা হয়।

Koushik Dutta

সম্পর্কিত খবর