বাংলাহান্ট ডেস্কঃ শিখ দেহরক্ষীর পাগড়ি খুলে দেওয়ার প্রতিবাদে এবার সরব হলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ (Amarinder Singh)। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) কাছে এই নিন্দামূলক ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে আর্জি জানালেন।
বৃহস্পতিবার ছিল বিজেপির নবান্ন অভিযান। সেখানে উপস্থিত হয়েছিলেন বিজেপির বিভিন্ন স্তরের নেতা নেত্রী মন্ডলী থেকে শুরু করে সদস্যরাও। বিজেপির এই অভিযানের ফলে বিভিন্ন জায়গায় পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি সদস্যদের বচসা বেঁধে যায়। এইভাবেই দেখা যায়, একটি জায়গায় এক শিখ যুবককে পুলিশ আটক করলে, পুলিশের সঙ্গে টানাহ্যাঁচড়ায় তাঁর পাগড়ি খুলে যায়। স্যোশাল মিডিয়ায় এই দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই চারিদিকে শোরগোল পড়ে যায়।
The concerned person was carrying firearms in yesterday's protest. The Pagri had fallen off automatically in the scuffle that ensued,without any attempt to do so by our officer (visible in the video attached). It is never our intention to hurt the sentiments of any community(1/2) pic.twitter.com/aE8UgN36W5
— West Bengal Police (@WBPolice) October 9, 2020
ভিডিওকে ঘিরে উত্তেজনা ছড়ায় চারিদিকে
ভিডিও ভাইরাল হতেই বিভিন্ন মহলে উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ে। ধর্মীয় ভাবাবেগকে আঘাত হানার প্রতিবাদে সরব হন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। শিখ যুবকের পাগড়ি খোলার প্রতিবাদে মুখ খোলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহও। পরবর্তীতে জানা যায়, ওই শিখ যুবক বলবিন্দর সিংহ বিজেপি যুবমোর্চার রাজ্য কমিটির সদস্য তথা ব্যারাকপুরের বাসিন্দা প্রিয়াঙ্গু পাণ্ডের দেহরক্ষী। পাশাপাশি তাঁর কাছ থেকে একটি একটি নাইন এমএম পিস্তলও উদ্ধার করে পুলিশ।
Not done, says Punjab CM @capt_amarinder, expressing shock at humiliating treatment of a Sikh youth by @WBPolice, who reportedly pulled off his turban during arrest. CM has urged @MamataOfficial to take strict action against concerned cop for hurting Sikh religious sentiments. pic.twitter.com/bixa26ar4B
— Raveen Thukral (@Raveen64) October 9, 2020
মুখ্যমন্ত্রীকে ট্যুইট
এই ঘটনার প্রতিবাদে সরব হন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। তাঁর পক্ষ থেকে সংবাদমাধ্যম উপদেষ্টা রবীন ঠাকরাল এক ট্যুইট বার্তায় লেখেন, ‘এই কাজটা একদমই ঠিক হয়নি। পশ্চিমবাংলার পুলিশ গ্রেপ্তার করতে গিয়ে এক শিখ যুবকের পাগড়ি খুলে নিচ্ছে, তাঁকে হেনস্থা করছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার কারণে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে আর্জি জানাচ্ছেন, সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ নেওয়া হয়’।