নিজেদের হাতে হাথরসের তদন্তের ভার নিল CBI, আগামী কিছুদিনের মধ্যে হতে পারে রহস্যের সমাধান

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার হাথরস মামলা নিজের হাতে নিল। এই মামলায় যোগী সরকার সিবিআই তদন্তের জন্য কেন্দ্রকে সুপারিশ করেছিল। জানিয়ে দিই, ১৪ সেপ্টেম্বর চার যুবকের বিরুদ্ধে ১৯ বছরের এক দলিত যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল। নির্যাতিতা ২৯ সেপ্টেম্বর দিল্লীর সফদরগঞ্জ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

৩০ সেপ্টেম্বর নির্যাতিতার শেষকৃত্য করা হয়। পরিবার অনুযায়ী, পুলিশ চাপ সৃষ্টি করে নির্যাতিতার শেষকৃত্য সম্পন্ন করে। আরেকদিকে পুলিশ জানায় যে, পরিবারের সম্মতি নিয়েই তাঁরা নির্যাতিতার শেষকৃত্য সম্পন্ন করেছিল।

ঘটনা সামনে আসার পর গোটা দেশে নির্যাতিতাকে ন্যায় পাইয়ে দেওয়ার দাবি ওঠে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও ব্যাপক উত্তাপ ছড়ায়। এরপর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার তদন্তের জন্য সিবিআই এর সুপারিশ করেন। এই মামলায় এসআইটি তদন্তের ভিত্তিতে এসপি সমেত বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর