নারী সুরক্ষায় অভিনব জুতো আবিষ্কার বাঙালি যুবকের! জবরদস্তি হলেই কল যাবে পুলিশে, খাবে কারেন্টের শক

দেশ জুড়ে প্রতিদিনই শিরোনামে আসছে বিভিন্ন ধর্ষণের (rape) ঘটনা। দেশের কোনো প্রান্তে, কোনো নারীই যে এই ধর্ষকদের হাত থেকে সুরক্ষিত নয় সাম্প্রতিক ঘটনা তা প্রমাণ করছে বার বার। এবার ধর্ষণ সহ যে কোনো রকমের অশালীন আচরণ রুখে দিতে পারবে এমনই জুতো আবিষ্কার করে তাক লাগিয়ে দিলেন এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া৷

da2f04d48c62

ব্যান্ডেলের রাজহাটের মডার্ন ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের তৃতীয় বর্ষের ছাত্র মোশারফ টানা দুবছর ধরে এই জুতোটি আবিস্কার করেছেন। তিনি জানিয়েছেন, এই জুতো নিগ্রহের সময় নারীটির আর্তনাদ পৌঁছে যাবে তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও পুলিশের কাছে। পাঁচটি জরুরি ফোন নম্বর যোগ করার সুবিধা ছাড়াও শারিরীক বল প্রয়োগ করতে চেষ্টা করলে দুষ্কৃতীরা বারোশো ভোল্টের ইলেকট্রিক শক খাবে।

তিনি আরো জানিয়েছেন, ব্যাটারি–সহ জিএসএম, জিপিএস, আরডুইনো, আরএফ ট্রান্সমিটার এবং রিসিভারযুক্ত সেফটি ডিভাইস বসানো হয়েছে এই জুতোর ভিতরে। কোনও মহিলাকে অপহরণ করা হলে সেই এলাকাকে খুব সহজেই চিহ্নিত করতে পারবে পুলিশ।এছাড়াও প্রতি ৩০ সেকেন্ড অন্তর এসওএস কল যেতে থাকবে পাঁচটি ইমার্জেন্সি ফোন নম্বরে। অভিনব এই জুতোর দাম পড়বে মাত্র ৮০০ টাকা।

মোশারফ জানিয়েছেন তিনি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে এই জুতো নিয়ে দেখা করতে চান। তিনি চান রাজ্যের প্রতিটি মেয়েকে সবুজ সাথীর মতো পথের সাথী নাম দিয়ে এই জুতো বিলি করা হোক সরকারের তরফে। ধর্ষণমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই জুতো অনেকটাই সফল হবে বলে আশা পড়ুয়ার


সম্পর্কিত খবর