চীনের সাহাজ্য নিয়ে কাশ্মীরে আবারও ৩৭০ ধারা বহাল করার স্বপ্ন দেখছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের (Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্সের (national conference) নেতা ফারুক আবদুল্লাহ (Farooq Abdullah) রবিবার বলেন, আমার আশা চীনের সমর্থনে জম্মু কাশ্মীরে আবারও ৩৭০ ধারা লাগু করা হবে। ফারুক আবদুল্লাহ বলেন, ৩৫এ আর ৩৭০ ধারা জম্মু কাশ্মীরে আবারও লাগু করা এবং জম্মু কাশ্মীরকে বিশেষ রাজ্যের তকমা দেওয়ার জন্য তিনি প্রতিবদ্ধ।

farooq abdullah

সংসদের বর্ষাকালীন অধিবেশনের সময় ফারুক আবদুল্লাহ জম্মু কাশ্মীরে পাঁচ আগস্ট ২০১৯ এর আগের স্থিতি বহাল করার দাবি করেছিলেন। ফারুক আবদুল্লাহ বলেছিলেন, কাশ্মীরের যা পরিস্থিতি সেটা নিয়ে বলার জন্য আমি সংসদ ভবনের কাছে সময় চেয়েছিলাম। কিন্তু আমাকে সময় দেওয়া হয়নি। দেশের জনতার জানা উচিৎ বাস্তবে এখানে মানুষ কীভাবে বাস করছে? কাশ্মীরিরা কি বাকি দেশের সাথে এগিয়ে যাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে?

সংসদ অধিবেশনের সময় ফারুক আব্দুল্লাহ বলেছিলেন, কাশ্মীরে এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বাকি দেশে 4G ইন্টারনেট ব্যবহার হচ্ছে, 5G আসতে চলেছে। কিন্তু কাশ্মীরে এখনো 2G দিয়েই কাজ চালাতে হচ্ছে। এভাবে কি করে যুব সমাজ এগিয়ে যাবে? এখানকার পরিস্থিতি নিয়ে মানুষকে বলতে চাই। অন্যরা যেই সুবিধা পাচ্ছে, আমাদের এখানে কেনও দেওয়া হচ্ছে না? আমরা কি করে এগিয়ে যাব?

আবদুল্লাহ বলেন, আমরা এগিয়ে গেলাম না পিছিয়ে গেলাম? বলে এক আর করে আরেক। রাজ্যে দারিদ্রতা অনেক বেড়ে গিয়েছে। কাশ্মীরের মানুষদের কাছে জীবিকা নেই। ফারুক আবদুল্লাহ লোকসভায় বলেছিলেন যে, ভারত পাকিস্তান নিয়ে কথাবার্তা বলা উচিৎ। যেভাবে চীনের সাথে কথাবার্তা চালানো হচ্ছে। সেরকম ভাবে সমস্যার সমাধানের জন্য পাকিস্তানের সাথেও চর্চা করা উচিৎ।


Koushik Dutta

সম্পর্কিত খবর