বয়সকে মারো গুলি! নীল সুইমসুটে মেয়েকে জোর টক্কর মায়ের, ভাইরাল কৃতি সাননের ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে কৃতি সানন (kriti sanon) প্রবেশ করেছেন বেশ কয়েকবছর কেটে গিয়েছে। প্রথমবার ‘হিরোপন্তি’ ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করেন তিনি। তারপর একের পর এক জনপ্রিয় ছবিতে দেখিয়েছেন নিজের অভিনয় দক্ষতা।

আজ, ১৩ অক্টোবর কৃতির মা গীতা সাননের জন্মদিন। তাই এই বিশেষ দিনে মায়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি (photo) শেয়ার করেছেন তিনি। একটি ছবিতে দেখা গিয়েছে সুইমিং পুলের জলে ভাসছেন কৃতি ও তাঁর মা। অভিনেত্রীর পরনে কালো সুইমসুট। পাল্লা দিয়ে মা ও পরেছেন একটি নীল সুইমসুট।

এই ছবিটি বেশ পছন্দ হয়েছে নেটজনতার। বয়স বা শরীরের মাপ যে শুধুই কয়েকটা সংখ‍্যা মাত্র সেটাই বুঝিয়ে দিয়েছেন কৃতির মা। মেয়ের পাশে তিনিও কম যাচ্ছেন না। পরপর কয়েকটি ছবি শেয়ার করে আদরের মা কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

পোস্টের ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমার এই অসাধারন হাসি দিয়ে জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করো তুমি। তুমি আমাদের বাড়ির খুশি, প্রাণ, আশীর্বাদ, মূল‍্যবোধ, শক্তি, সেই সঙ্গে এক ছোট শিশুও। শুভ জন্মদিন মাম্মা। তোমাকে খুব ভালবাসি গীতু।’ ৯ লক্ষ লাইক পেরিয়ে গিয়েছে এই পোস্টে।

https://www.instagram.com/p/CGRdcrfg5b-/?igshid=1i88vgmmqpgvh

প্রসঙ্গত, কয়েক মাস আগে সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পরপর প্রায়ই সংবাদ শিরোনামে ঘোরাফেরা করতেন কৃতি। এক সময় গুঞ্জন শোনা গিয়েছিল সুশান্তের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সেই সময় কিছু না বললেও অভিনেতার মৃত‍্যুর পর আবেগঘন একটি পোস্ট করেন কৃতি।

এরপর ‘মিমি’ ছবিতে দেখা যাবে কৃতিকে। জানা গিয়েছে, এর জন‍্য ১৫ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। আসলে আগামী ছবি ‘মিমি’তে সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করছেন কৃতি। সেই জন্য চরিত্রের প্রয়োজনেই ওজন বাড়াতে হচ্ছে তাঁকে।

এই বিষয়ে কৃতি বলেন, “আমার কাছে এটা একটা চ্যালেঞ্জের মতো। শরীরের ক্ষেত্রেও এটা সম্পূর্ণ নতুন। ক্যালরি ও মেটাবলিজম সংক্রান্ত ব্যাপার রয়েছে। হাতে সময়ও কম।” তবে পছন্দের চরিত্রের ক্ষেত্রে এটা কিছুই নয় বলেও জানান অভিনেত্রী। ২০১০ সালে মুক্তি পায় মারাঠি ছবি ‘মালা আই ভাচি’। সেই ছবিতে দেখা গিয়েছিল সম্রুদ্ধি পোরে, উর্মিলা কানিতকর, সুলভা দেশপাণ্ডেকে। জাতীয় পুরস্কারও পেয়েছিল সেই ছবি। ‘মিমি’ ছবির পরিচালনা করছেন লক্ষ্মণ উটেকর।

X