ষষ্ঠীতে কলকাতায় দুর্গা পুজো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বাংলা হান্ট ডেস্কঃ বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বাংলায় একটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। তবে সশরীরে নয়। তিনি ভার্চুয়াল ভাবে পুজোর উদ্বোধন করবেন। তবে ঠিক কোন পুজো সেটা নিয়ে চলছিল অনেক টালবাহানা। বিজেপি নেতাদের অভিযোগ অনুযায়ী, বাংলায় শাসক দলের চোখ রাঙানির কারণে পুজো উদ্যোক্তারাই প্রধানমন্ত্রীকে দিয়ে পুজো উদ্বোধন করাতে ভয় পাচ্ছে। আর এই কারণে বিজেপির নেতারা সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের পুজো মণ্ডপটিকে স্থির করেছে। আর এইজন্য আজ বিজেপির নেতারা আজ সেখানে পরিদর্শনে যান।

এর আগে জানা গিয়েছিল যে, দুর্গা পুজোয় ভার্চুয়াল সভার মাধ্যমে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তবে এবার শুধু ভাষণই না। এবার তিনি পুজোর উদ্বোধনও করবেন। দিল্লী থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সল্টলেকের পুজোর উদ্বোধন করতে চলেছেন তিনি। আর এই নিয়ে রাজ্য বিজেপি নেতাদের প্রস্তুতি তুঙ্গে।

জানা গিয়েছে যে, মঙ্গলবার বিজেপি নেতা সব্যসাচী দত্ত, প্রতাপ বন্দ্যোপাধ্যায় সমেত বেশ কয়েকজন সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের পুজো উদ্যোক্তাদের সাথে কথাবার্তা বলেন। বঙ্গ বিজেপির সহ সভাপতি প্রতাপ বাবু বলেন, সবার সাথে আলোচনা করে এই বিষয়ে চূড়ান্ত নির্ণয় নেওয়া হবে।

জানিয়ে দিই, আগামী বছরেই বাংলায় ভোট হতে চলেছে। আর এই ভোটের মরশুমে বাঙালি হিন্দুদের মন জয় করার জন্য তৃণমূল আর বিজেপি দুই দলই মাঠে নেমে পড়েছে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন পুজোর আগে প্রতিটি পুজো কমিটিকে ৫০ হাজার করে টাকা দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। তেমনই, আরেকদিকে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাঙালিদের সেরা উৎসব দুর্গা পুজোয় নিজের ছাপ ফেলতে চলেছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর