জম্মু কাশ্মীর আর লাদাখে ৫২০ কোটি টাকার প্রোজেক্টে মঞ্জুরি দিল কেন্দ্র সরকার

Bangla Hunt Desk: দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করে তুলতে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra modi) সভাপতিত্বে ৭ ই অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি বৈঠক সম্পন্ন হয়। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভাদেকার (Prakash Javadekar) এবং নরেন্দ্র সিং তোমার (Narendra Singh Tomar) সহ আরও অনেকে। বৈঠক শেষে প্রকাশ জাভাদেকার এবং নরেন্দ্র সিং তোমার এক সাংবাদিক সম্মেলনে বৈঠকের সমস্ত বিবরণ দেন।

প্রকাশ জাভাদেকার জানিয়েছেন, শিক্ষাকে আরও উন্নত মাত্রায় নিয়ে যেতে শিক্ষা বিষয়ক কেন্দ্রের গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে স্টার প্রোজেক্ট (Strengthening Teaching-Learning and Results for States) শুরু করা হবে। যার আয়ত্তায় থাকবে মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, কেরালা, হিমাচল প্রদেশ, ওড়িশা এবং রাজস্থান। বিশ্বব্যাংক সমর্থনে এই প্রকল্প চলবে।

128771 fwbfnohxuu 1571844304

তিনি আরও বলেন, এই প্রকল্প প্রমাণ করে দেবে, শিক্ষা মানেই শুধুমাত্র মুখস্থ বিদ্যা নয়, শিক্ষাকে আপন করে নিতে হবে। সঠিক পদ্ধতিতে বুঝিয়ে ছাত্র ছাত্রীদের শিক্ষিত করে দেশকে আন্তর্জাতিক স্তরে উচ্চমাত্রায় পৌঁছে দিতে হবে।

জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৫২০ কোটি টাকার একটি বিশেষ প্যাকেজকে অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। এই প্যাকেজ ৫ বছরের জন্য থাকবে। যাতে করে প্রায় ১০৫৮০০০ পরিবারের সুবিধা হবে। এই অঞ্চলের মহিলারা শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে। তাদেরকেও শিক্ষার আলোয় আলোকিত করার ব্যবস্থাও করা হয়েছে।

নতুন শিক্ষানীতি বাস্তবায়নের জন্য প্রায় ৫৭১৮ কোটি টাকার প্রয়োজন। যার মধ্যে বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন ডলার দিয়ে সাহায্য করেছে। সেইসঙ্গে মন্ত্রিসভা পেট্রোলিয়াম রিজার্ভগুলির বাণিজ্যিক প্রসারতা বৃদ্ধি করার জন্য ‘এডিএনওসি মডেল’ সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় খনিজ উন্নয়ন কর্পোরেশন লিমিটেড থেকে নগরনার স্টিল প্ল্যান্টকে পৃথক হওয়ায়ও অনুমতি দিয়েছে।

গবেষণা ও উন্নয়ন এবং ভূগর্ভস্থ জলের পরিচালনায় সহযোগিতার জন্য ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আলোচনায় সহমত পোষণ করেছে। পাশাপাশি এই বৈঠকে কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের আলোচনার সঙ্গে ভারত ও জাপানের মধ্যে সাইবার সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতার চুক্তিও স্বাক্ষরিত হয়।


Smita Hari

সম্পর্কিত খবর