বাংলাহান্ট ডেস্ক: কৃত্রিম জিনিস ছেড়ে দেশীয় (desi) খাবারের প্রতি ভরসা রাখার বার্তা দিলেন অক্ষয় কুমার (akshay kumar)। শরীরচর্চার সময় সাপ্লিমেন্ট বা বাহারি বিদেশি প্রোটিন শেক না খেয়ে যুবসমাজকে খাঁটি গরুর দুধে তৈরি দেশি ঘি, লস্যি খাওয়ার পরামর্শ দিলেন আক্কি।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে যুবসমাজের উদ্দেশে এক বিশেষ বার্তা দেন অভিনেতা। তাঁর মতে, শরীরচর্চা করা খুব জরুরি। দেশের যুবকদের নিয়মিত শরীরচর্চা করা উচিত। তবে তারা শরীরচর্চার পর যে প্রোটিন শেক খায় বা সাপ্লিমেন্ট নেয় তা উচিত নয়।
অক্ষয় বলেন, “দেশীয় খাবারকে আপন করে নিন। ঘি, দুধ, লস্যি বেশি করে খান। এসব অনেক বেশি উপকারী।” বিদেশি খাবার ছেড়ে দেশের খাঁটি খাবারকে গ্রহণ করার পরামর্শ দেন অভিনেতা।
প্রসঙ্গত, এর আগেও নিজের খাদ্যাভ্যাস সম্পর্কে এক গোপন তথ্য ফাঁস করেছিলেন আক্কি। ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে তিনি জানিয়েছিলেন, নিয়মিত গোমূত্র পান করেন তিনি। বিয়ার গ্রিলসের সঙ্গে শো তে হাতির মলের তৈরি চাও খেয়েছিলেন অক্ষয়। সেই প্রসঙ্গ তুলে গ্রিলস তাঁকে প্রশ্ন করতে অভিনেতা সাফ জানান, আয়ুর্বেদিক কারনবশত নিয়মিত গোমূত্র পান করেন তিনি। তাই তাঁর কোনো অসুবিধাই হয়নি।
অপরদিকে অক্ষয়ের আগামী ছবি লক্ষ্মী বম্ব নিয়ে শুরু হয়েছে একের পর এক বিতর্ক। কিছুদিন আগেই কামাল আর খান এই ছবির বিরুদ্ধে সরব হয়েছিলেন। লক্ষ্মী বম্ব ছবিতে লক্ষ্মী দেবীকে অপমান করা হয়েছে, এই অভিযোগ তুলে ছবি বয়কটের ডাক দেন তিনি। এবার ফের উঠেছে অক্ষয়ের ছবি বয়কটের দাবি।
নেটিজেনদের একাংশের অভিযোগ, অক্ষয়ের লক্ষ্মী বম্ব ‘লাভ জিহাদ’ এর প্রচার করছে। এই ঘোরতর অভিযোগ তুলেই ছবি বয়কটের ডাক দিয়েছে তারা। একদিকে যেমন প্রখ্যাত অলঙ্কার সংস্থা তনিশক এর নয়া বিজ্ঞাপন নিয়ে তোলপাড় শুরু হয়েছে, তেমনি এবার লাভ জিহাদ প্রচারের অভিযোগ উঠেছে লক্ষ্মী বম্ব এর বিরুদ্ধে।