আপনি কোন সাহসে গ্রামে ঢুকলেন? রাজ্যের মন্ত্রীকে ঘিরে তুমুল বিক্ষোভ গ্রামবাসীর

বাংলা হান্ট ডেস্কঃ বিহার বিধানসভা নির্বাচনে জোরকদমে চলছে প্রচার অভিযান। নির্বাচনে ভোট চাইতে নেতা মন্ত্রীরা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। কিছু কিছু জায়গায় স্থানীয়রা নেতা মন্ত্রীদের বিরোধিতাও করছে। বিহার সরকারের মন্ত্রী তথা সমস্তিপুর কল্যাণপুরের বিধায়ক মহেশ্বর হাজারী ভোট চাইতে গিয়ে বিপদে পড়েন। জনতার মাঝে গিয়ে মন্ত্রী মহাশয় ভোট চাইছিলেন, সেই সময় জনতা রোষে ফেটে পড়ে আর মন্ত্রীর কাছে ওনার করা কাজের হিসেব চাইতে থাকেন। এর সাথে সাথে জনতা এও জিজ্ঞাসা করে যে, মন্ত্রী গ্রামে ঢোকার সাহস পেল কি করে?

গ্রামবাসীরা মন্ত্রী মহাশয়কে গ্রামে ঢোকার আগে শুধু রুখেই দেয় নি, তাঁরা মন্ত্রী মহাশয়কে তুই তোকারি করে ওনাকে গালাগালিও দেয়। উল্লেখ্য, মন্ত্রী নিজের সমর্থকদের সাথে বাইকে করে ভোট চাইতে গিয়েছিলেন। সেই সময় গ্রামবাসীরা স্লোগান তোলেন, ‘রাস্তা না হলে ভোট দেব না” গ্রামবাসীরা মন্ত্রী মহাশয়কে চারিদিক থেকে ঘিরে ফেলে তুমুল হাঙ্গামা করে। মন্ত্রী মহাশয়ের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর