বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি পাকিস্তানের (pakistan) প্রখ্যাত টিকটক (tiktok) তারকা জন্নত মির্জা (jannat mirza) পাকিস্তান থেকে জাপানে (japan) চলে গিয়েছেন। জন্নতই পাকিস্তানের প্রথম টিকটক তারকা যার ১০ মিলিয়নেরও বেশি ফলোয়ার্স রয়েছে। কিন্তু তিনি পাকিস্তান ছেড়ে জাপান চলে যাওয়ায় ফাঁপড়ে পড়েছেন তাঁর অনুরাগীরা।
জন্নতকে ফের পাকিস্তান ফিরে আসারও অনুরোধ জানিয়েছেন ভক্তরা। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় জন্নত। তাঁর বক্তব্য, পাকিস্তানিদের মানসিকতাই ঠিক নয়। সেই কারণেই তিনি আর ফিরতে চান না।
জানা গিয়েছে, পাকিস্তান সরকার যখন টিকটক বয়কট করে সেই সময় জাপানে ছিলেন জন্নত। এরপরেই তিনি পাকাপাকি ভাবে জাপানেই থেকে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু বিষয়টা প্রথমে প্রকাশ্যে আনেননি তিনি। এক অনুরাগী যখন তাঁর পোস্টে কমেন্ট করে জিজ্ঞাসা করেন যে তিনি পাকিস্তান ফিরছেন কবে, তখনি জন্নত জানান যে তিনি জাপানেই থাকবেন পাকাপাকি ভাবে।
ওই অনুরাগী জন্নতকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি সাফ জানান, পাকিস্তান খুব সুন্দর দেশ। কিন্তু সেখানকার বাসিন্দাদের মানসিকতা ঠিক নেই। এই কারণেই আর পাকিস্তান না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই টিকটক তারকা। জাপানেই এখন থেকে থাকতে চলেছেন তিনি।
https://www.instagram.com/p/CGP0NOLAClM/?igshid=1kwhninbqvmph
এর আগে টিকটক ব্যান নিয়েও মুখ খুলেছিলেন জন্নত। তাঁর কথায়, “আমিও চাই টিকটক ব্যান হোক। কিন্তু এটা চিরদিনের মত বন্ধ করা উচিত নয়। অনেকেরই রুজি রুটি নির্ভর করে এই টিকটকের উপর। তাছাড়া এর মাধ্যমে বহু নতুন ট্যালেন্টও দেখতে পাই আমরা।” তাঁর বক্তব্য ছিল, সম্পূর্ণ ব্যান নয়, এই অ্যাপ সম্পর্কে কয়েকটি জরুরি পদক্ষেপ নেওয়ার পর ব্যান তুলে দেওয়া উচিত।
https://www.instagram.com/p/CEwiUi6gQcv/?igshid=1g61y7c6rmqa9
প্রসঙ্গত, চিনা আগ্রাসনের বিরুদ্ধে কড়া জবাব দিতে ভারত সরকার আগেই টিকটক সহ বেশ কয়েকটি চিনা অ্যাপ ব্যান করে। মাত্র কিছুদিনের মধ্যেই জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছিল এই অ্যাপ।
তারকা থেকে সাধারন মানুষ, সকলেই মজেছিল টিকটকের জাদুতে। তবে টিকটক করতে গিয়ে বা বিভিন্ন চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে গিয়ে বহু দুর্ঘটনা ঘটেছে এর আগে। তখন কিছুদিনের জন্য বন্ধ হলেও ফের স্বমহিমায় ফিরে এসেছিল এই অ্যাপ।