বিশ্বের দরবারে ফের একবার বাঙালির মুখ উজ্জ্বল করলেন অমর্ত্য সেন, প্রথম ভারতীয় হিসাবে জিতলেন এই পুরস্কার

অর্থনীতিতে প্রথম বাঙালি হিসাবে নোবেল জয় করে বাংলার মুখ উজ্জ্বল করেছিলেন অমর্ত্য সেন (amartya sen)। এবার আরো এক বিশিষ্ট সম্মানে সম্মানিত হলেন বাংলার নোবেলজয়ী অর্থনীতিবিদ। প্রথম ভারতীয় হিসাবে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার পেলেন তিনি।

images 20 17

এবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা হচ্ছে ভার্চুয়ালে। সারা বিশ্বের নানা প্রান্তের বই প্রকাশক ও লেখকেরা এই বইমেলায় অনলাইনে অংশগ্রহণ করছেন। ফ্রাঙ্কফুর্টের বিখ্যাত পাউল গির্জায় রবিবার এই পুরস্কারের আনুষ্ঠানিক ঘোষনা করা হয়। বিশ্বব্যাপী শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে বার বার মুখ খুলেছেন অমর্ত্য। এছাড়াও বিশ্ব অর্থনীতিতে দারিদ্রের মুক্তি নিয়েও কাজ করেছেন তিনি। এসবেরই স্বীকৃতি দিল জার্মানির এই ঐতিহ্যবাহী বই মেলা।

১৯৫০ সাল থেকে এই পুরস্কার প্রদান শুরু হয়। এর আগে কোনো ভারতীয় এই পুরস্কার পান নি। অমর্ত্য সেনের আগে এই পুরস্কার পেয়েছেন অক্তাভিও পাজ, ইহুদি মেনুহিন, ওরহান পামুক, চিনুয়া আচেবের মতো ব্যক্তিত্ব। এদিন জার্মানির প্রেসিডেন্ট পুরস্কার অনুষ্ঠানে এই বাঙালি নোবেলজয়ীর ভূয়সী প্রশংসা করেন।

এছাড়াও দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্রের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে তিনি অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার ( অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত) লাভ করেন। অমর্ত্য সেনই জাতিসংঘের বিভিন্ন দেশের শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মানব উন্নয়ন সূচক আবিষ্কার করেন।তিনিই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ন্যাশনাল হিউম্যানিটিস মেডালে ভূষিত হন।

 

সম্পর্কিত খবর