‘লক্ষ্মী বম্ব’ এর প্রশংসা করে অক্ষয়ের পাশে অজয়, নেটিজেনরা তুলোধনা করলেন অভিনেতাকে

বাংলাহান্ট ডেস্ক: অক্ষয় কুমারের (akshay kumar) ‘লক্ষ্মী বম্ব’ (lakshmi bomb) ট্রেলারের প্রশংসা করায় এবার নেটিজেনের ক্ষোভের মুখে পড়তে হল অজয় দেবগণকে (ajay devgan)। দেবী লক্ষ্মীর অপমান করা হয়েছে, এমন অভিযোগ তুলে সম্প্রতি লক্ষ্মী বম্বকে বয়কটের ডাক দিয়েছে নেটিজেনের একাংশ। সেই ছবিকেই সমর্থনের জন‍্য বিপাকে পড়লেন অজয়।

নিজের টুইটার হ‍্যান্ডেলে একটি টুইট করে অভিনেতা লেখেন, ‘লক্ষ্মী বম্ব ট্রেলার আমি বেশ কয়েকবার দেখেছি। মানতেই হবে এটা বেশ মজার। বিভিন্ন অবতার গুলো আক্কি দারুন ভাবে ফুটিয়ে তুলেছে। ৯ নভেম্বরের অপেক্ষা করছি।’

e3a4524c3284478b72678ae1420f0234

অজয়ের এই টুইট প্রকাশ‍্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটজনতার একাংশ। একের পর এক আক্রমণ করা হয়েছে অভিনেতাকে। একজন লিখেছেন, এরা শুধু গুন্ডা, নেশাখোর, ধর্ষক,  পাকিস্তানিদের জন‍্য ভালবাসা দেখায়। আর আমাদেরও গাঁজা, আফিম, মাদক পরিবেশন করতে চায়। আমাদের সংষ্কারের অপমান করে এরা।

আরেকজনের বক্তব‍্য, ছবির নামে লক্ষ্মী দেবীকে অপমান করা হয়েছে। লক্ষ্মী হিন্দুদের কাছে দেবী রূপে পূজিত হন। অথচ এই ছবিতে তাঁকে অপমান করা হয়েছে।

https://twitter.com/Debajyo93194812/status/1318392319968641025?s=19

প্রসঙ্গত, কিছুদিন আগেই কামাল আর খান অক্ষয়ের এই ছবির বিরুদ্ধে সরব হয়েছিলেন। লক্ষ্মী বম্ব ছবিতে লক্ষ্মী দেবীকে অপমান করা হয়েছে, এই অভিযোগ তুলে ছবি বয়কটের ডাক দেন তিনি। এবার ফের উঠেছে অক্ষয়ের ছবি বয়কটের দাবি।

 

নেটিজেনদের একাংশের অভিযোগ, অক্ষয়ের লক্ষ্মী বম্ব ‘লাভ জিহাদ’ এর প্রচার করছে। এই ঘোরতর অভিযোগ তুলেই ছবি বয়কটের ডাক দিয়েছে তারা। একদিকে যেমন প্রখ‍্যাত অলঙ্কার সংস্থা তনিশক এর নয়া বিজ্ঞাপন নিয়ে তোলপাড় শুরু হয়েছে, তেমনি এবার লাভ জিহাদ প্রচারের অভিযোগ উঠেছে লক্ষ্মী বম্ব এর বিরুদ্ধে।

Niranjana Nag

সম্পর্কিত খবর