চাণক্য নীতি: এই চার বিষয়ে ভুলেও কাউকে জানাবেন না, নইলে নেমে আসতে পারে বড় সংকট

chanakya niti: আচার্য চাণক্য ভারতের অন্যতম সেরা পন্ডিত হিসাবে স্বীকৃত। যুদ্ধবিদ্যা থেকে কূটনীতি সব বিষয়েই ছিল তার গভীর জ্ঞান। চাণক্যের বুদ্ধি ও জ্ঞানের কারনেই বিশাল সাম্রাজ্য স্থাপন করতে পেরেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। অন্যন্য বিষয়ে জ্ঞানের পাশাপাশি জীবন সম্পর্কেও খুব স্বচ্ছ ধারনা ছিল চাণক্যের। কী উচিত, কী অনুচিত সেই সম্পর্কে অনেক কথাই তিনি লিখে গেছেন তার চাণক্য নীতিতে। আসুন জেনে নি চাণক্যের মতে কোন চার বিষয় কখনোই কাউকে বলা উচিত নয়

TOP BEST chanakya quotes

আর্থিক ক্ষতির কথা
চাণক্য মনে করতেন নিজের আর্থিক ক্ষতির কথা কাউকে জানাতে নেই। আপনার আর্থিক সংকট দেখে অনেকেই আনন্দ পাবে। যদি কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসে তাও আসলে কপটতা। তিনি মনে করতেন দরিদ্রকে কেউই সম্মান করে না

স্ত্রীর চরিত্রের বিষয়ে
চাণক্যের মতে স্ত্রীর চরিত্র নিয়ে কারো সাথে আলোচনা করা উচিত নয়। সকলের সামনে স্ত্রীর চরিত্র নিয়ে আলোচনা করলে অনেক সময়েই তা অশোভন হয়। তার পরিনতি হতে পারে মারাত্মক।

ব্যক্তিগত সমস্যার কথা
চাণক্যের মতে ব্যক্তিগত সমস্যাগুলি সর্ব সমক্ষে আলোচনা করা উচিত নয়। এতে আপনার শত্রুপক্ষ সুবিধা নিতে পারে। এছাড়াও আপনাকে নিয়ে ঠাট্টা তামাশাও হতে পারে।

অবহেলিতদের থেকে অপমান

অবহেলিতদের থেকে অপমানিত হত তা গোপন করাই উচিত মনে করতেন চাণক্য। এই ঘটনা আপনাকে হাস্যকর উপদানে পরিণত করতে পারে।

 

 

সম্পর্কিত খবর