Bangla Hunt Desk: জম্মুতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। শনিবার জম্মুতে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (Peoples Democratic Party) অফিসে একদল লোক এসে আচমকাই হামলা চালায়। পিপলস ডেমোক্র্যাটিক পার্টির দলীয় কার্যালয়ে হামলা চালানোর পাশাপাশি তারা পতাকা উত্তোলনেরও চেষ্টা করেন।
পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেতা ফিরদৌস তাক (Firdous Tak) জানিয়েছেন, ‘শনিবার আচমকাই পিপলস ডেমোক্র্যাটিক পার্টি অফিসে বেশ কয়েকজন লোক ঢুকে পড়েন। তারা অফিসে ঢুকেই এখানে উপস্থিত সদস্যদের গালিগালাজ করতে থাকে। আমাদের সঙ্গে ধাক্কা ধাক্কি করতে থাকে’।
J&K: PDP leader Firdous Tak claims that their party office in Jammu was attacked by a mob today. He says, "A mob entered the HQ. They manhandled us, tried to fix tricolour and used very abusive language. Clearly, they were right-wingers as they were wearing a particular colour" pic.twitter.com/duLXpPfBEy
— ANI (@ANI) October 24, 2020
তিনি আরও বলেন, ‘তারা অকথ্য ভাষায় গালগালাজ করছিলেন। সেইসঙ্গে তারা পতাকা বসানোরও চেষ্টা করছিলেন। আমার স্পষ্ট ধারণা, তারা ডানপন্থী দলের লোক। অফিসে ঝামেলা করতে আসা সকলেই একটি বিশেষ রঙের একই রকম পোশাকও পড়েছিলেন’।
পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেতা ফিরদৌস তাক আরও জানিয়েছেন, অফিসে হামলা করা ব্যক্তিরা আবারও আগামীকাল সেখানে যাওয়ার হুমকি দিয়ে গেছে। সেইসঙ্গে পার্টি অফিস ভেঙ্গে দেওয়ারও হুমকি দিয়েছে।
They also threatened that they will be coming tomorrow and bring this office down to the ground. We tried to reach out to the administration, I personally tried to contact a senior Police officer but nobody responded: PDP leader Firdous Tak https://t.co/YUMSbHb4Ke
— ANI (@ANI) October 24, 2020
ঘটনার বিষয়ে প্রশাসনের কাছে সাহায্য চাইতেও যান ফিরদৌস তাক। তিনি জানিয়েছেন, ‘এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। আমি প্রশাসনের কাছে সাহায্যও চাইতে গিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু তাঁর কেউ কোন রূপ প্রতিক্রিয়া দেননি’।